করোনা মহামারীর কঠিন সময়ে একমাত্র অন্যরকম অভিজ্ঞতার হাতছানি দর্শকদের হলমুখী করতে পারে। ছোট পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতা চ্যালেঞ্জ ছুঁড়তে নতুন কৌশল নিতে চলেছেন অক্ষয় কুমার অভিনীত (Akshay Kumar) বেলবটম (Bell Bottom) ছবির মির্মাতারা। ছবি দেখার অভিজ্ঞতাকে অন্য এক স্তরে নিয়ে যেতে 3D তে মুক্তি করার পরিকল্পনা করলেন তাঁরা। 3D-তে ছবির অ্যাকশন দেখার রেশ যাতে সহজে না মিলিয়ে যায় এবং যাতে সিনেমাহলে দর্শকরা ছবিটি দারুণ ভাবে উপভোগ করতে পারেন তার সমস্ত উপকরণ প্রস্তুত করা হচ্ছে।
সূত্রের খবর, সিনেমার প্রযোজকরা এমন এক সময়ে বক্সঅফিসের সম্ভাবনা সর্বাধিক করার সিদ্ধান্ত নিয়েছেন যখন প্রেক্ষাগৃহগুলোর অস্তিত্বের লড়াইয়ের মুখে পড়ে। ‘বেল বটম’ অক্ষয় কুমার অভিনীত প্রথম থ্রি-ডি বলিউড ছবি হতে চলেছে। তবে এর আগে রজনীকান্ত-অক্ষয় অভিনীত তামিল ছবি ‘২.০’ও ছিল থ্রি-ডি ছবি। তবে এ বিষয়ে ছবির পরিচালক রঞ্জিত তিওয়ারি এবং প্রযোজক নিখিল আদভানি কিছু নিশ্চিত করেননি।
কিছুদিন আগে ছবিটি স্থগিত হওয়ার খবরও সামনে এসেছিল। এক সূত্রের কথায়, “’বেল বটম’ ছবিটির রিলিজ পিছিয়ে যাওয়া অনিবার্য। কারণ জুলাই কিংবা অগাস্ট মাসে প্রেক্ষাগৃহগুলো পুণরায় খোলার কোনও সম্ভাবনা নেই। প্রযোজকদের কাছে দুটি বিকল্প পথ রয়েছে। তারা অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারেন কিংবা ছবিটিকে ওটিটিতে রিলিজের পথ বেছে নিতে পারেন।”
এক সময়ে খবর ছড়িয়েছিল অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’ রিলিজ করছে ওটিটিতেই। করোনা যেভাবে ফের থাবা বসিয়েছে, সারা দেশের নাভিশ্বাস উঠেছে। দেশের অনেক জায়গাতেই লকডাউন শুরু হয়েছে। মানুষ ফের গৃহবন্দী। পরিস্থিতি আয়ত্তে এলেও মানুষ ফের হলমুখী হবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র মারফৎ খবর ছড়িয়েছিল সবদিক ভেবে চিন্তেই প্রযোজনা সংস্থা ‘বেলবটম’ ডিজনি+হটস্টারে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সদ্যই এই খবরের সত্যতা সম্পূর্ণ অস্বীকার করেছে ছবির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্ট। তারা পরিস্কার জানিয়েছেন ছবির রিলিজ নিয়ে কোনও সিদ্ধান্তই এখনও নেওয়া হয়নি। সময়মত তাঁরা ঠিক ঘোষণা করবেন।