Alia Bhatt-Ranbir Kapoor: মা হলেন আলিয়া, কোল আলো করে এল কন্যাসন্তান

কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী আলিয়া ভাট। আজ সকালে তিনি মা হয়েছেন। আলিয়াকে তার প্রসবের জন্য মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।

Advertisement
মা হলেন আলিয়া, কোল আলো করে এল কন্যাসন্তানকন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী আলিয়া ভাট
হাইলাইটস
  • মুম্বইয়ের হাসপাতালে সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
  • কাপুর পরিবারে এখন আনন্দের জোয়ার

কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। আজ সকালে তিনি মা হয়েছেন। আলিয়াকে প্রসবের জন্য মুম্বইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রে (Sir HN Reliance Foundation Hospital and Research Centre) ভর্তি করা হয়েছিল।

সূত্রের খবর অনুযায়ী নভেম্বরেই ডেলিভারি হওয়ার কথা ছিল আলিয়ার। তাই, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ আলিয়া-রণবীরকে হাসপাতালে দেখে অতি উত্তেজিত হয়ে ওঠেন অনুরাগীরা। পরিবারের পাশাপাশি ছোট্ট অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় তাঁরাও।

আরও পড়ুন:IND vs ZIM Live Streaming: T20 বিশ্বকাপে আজ ভারত vs জিম্বাবোয়ে, কোথায় দেখবেন ম্যাচের লাইভ সম্প্রচার?

 

POST A COMMENT
Advertisement