Alia Bhatt- Bengali Sweet: প্রেগন্যান্সির সময় এই বাঙালি মিষ্টির 'ক্রেভিং' হত আলিয়ার, ফাঁস হল সিক্রেট

Alia Bhatt: নেটিজেন থেকে শুরু করে অনুগামীরা অপেক্ষা করে থাকেন মিষ্টি রাহার এক ঝলক পাওয়ার। কাপুর পরিবারের এই স্টারকিডের যে কোনও ছবি বাঁ ভিডিও মুহূর্তে ভাইরাল হয়।

Advertisement
প্রেগন্যান্সির সময় এই বাঙালি মিষ্টির 'ক্রেভিং' হত আলিয়ার, ফাঁস হল সিক্রেট আলিয়া ভাট (ছবি: ফেসবুক)

২০২২ এর এপ্রিলে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। জুটির বান্দ্রার অ্যাপার্টমেন্ট 'বাস্তু'-তেই বসে তাঁদের বিয়ের আসর। বিয়ের কিছুদিন পরই গর্ভবতী হওয়ার ঘোষণা করে সকলকে চমকে দেন আলিয়া। এখন 'রালিয়া'-র বাড়িতে আগমন হয় ছোট্ট রাহার। নেটিজেন থেকে শুরু করে অনুগামীরা অপেক্ষা করে থাকেন মিষ্টি রাহার এক ঝলক পাওয়ার। কাপুর পরিবারের এই স্টারকিডের যে কোনও ছবি বাঁ ভিডিও মুহূর্তে ভাইরাল হয়।

গর্ভাবস্থা চুটিয়ে উপভোগ করেছেন আলিয়া ভাট। সেসময় কাজের থেকেও খুব একটা বিশ্রাম নেননি তিনি। ছবির প্রচার থেকে শুরু করে শ্যুট সবই করেছেন রণবীর ঘরণী। প্রেগন্যান্সির সময় মহিলাদের নানা রকম ইচ্ছে করে। যার মধ্যে ফুড ক্রেভিং খুব সাধারণ একটা বিষয়। আইসক্রিম, কুকিজ, পেস্ট্রি ইত্যাদি রকমারি ডেসার্ট খেতে চান এই সব মহিলারা। আলাদা কিছু নয় আলিয়ার ক্ষেত্রেও। তবে সেসময় একটি বাঙালি মিষ্টির ক্রেভিং হত আলিয়ার। সেলিব্রিটি পুষ্টিবিদ সুমন আগরওয়াল এই সিক্রেট ফাঁস করেছেন। তিনি জানান, অন্ত:সত্ত্বা থাকাকালীন আলিয়া নলেন গুড়ের সন্দেশ খেতে খুব ভালোবাসতেন। 

গত ৫ অক্টোবর, বাড়িতেই আয়োজন করা হয়েছিল মহেশ কন্যার বেবি শাওয়ার অর্থাৎ সাধভক্ষণ অনুষ্ঠানের। একেবারে কাছের আত্মীয়- পরিজনেররা আমন্ত্রিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে। সাধের এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সোনি রাজদান ও নীতু কাপুর।  কিছুটা রাখঢাক করেই অনুষ্ঠান সম্পন্ন করতে চেয়েছিলেন দুই পরিবার। বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার পর, নিজের সোশ্যাল পেজে এদিনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন আলিয়া। যদিও তার আগেই বিভিন্ন ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। 

গত ৬ নভেম্বর আলিয়া ভাট জন্ম দেন কন্যা সন্তানের। বাবা-মা হওয়ার পর আলিয়া ও রণবীরের খুশির সীমা ছিল না। শুধু তাই না, গোটা কাপুর ও ভাট পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয় স্বাভাবিকভাবেই। ঘরে ছোট্ট অতিথির আগমনে সকলের মনে খুশির জোয়ার। শোনা যায়, মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার সময় আলিয়া ও রণবীর দু'জনেই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। দু'জনের চোখেই সেই মুহূর্তে ছিল আনন্দের অশ্রু।

Advertisement

 

POST A COMMENT
Advertisement