ট্যুইটারে রীতিমতো বাকযুদ্ধ লেগেছে অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor) ও চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap)। সোস্যাল মিডিয়ায় ঠান্ডা লড়াই যেন সম্প্রতি বলিউডের এক ট্রেন্ড হয়ে গেছে। তবে অনুরাগ ও অনিলের ক্ষেত্রে কারণটা একটু ভিন্ন।
আসলে অনিল কাপুর এবং অনুরাগ কাশ্যপ বিক্রমাদিত্য মোটওয়ানের পরবর্তী OTT প্যাটফর্মের ছবি 'একে ভার্সেস একে' ( Ak vs AK)- তে অভিনয় করছেন। এটি তারই একটি প্রমোশন। বলা চলে, শব্দের যুদ্ধ চলছে মাইক্রো ব্লগিং এই প্ল্যাটফর্মে। আসল কথাটা শুরু হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ওয়েব সিরিজ 'দিল্লি ক্রাইম'(Delhi Crime) -র প্রশংসা করতে গিয়ে। অনিল কাপুর লিখেছেন, "আমি আগেও বলেছি, এর পরেও বলব কারণ ওঁদের এটি প্রাপ্য। আবারও শুভেচ্ছা 'দিল্লি ক্রাইমে'র টিমকে। আমাদের লোকজনেরা এত বেশি আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে দেখে সত্যিই ভাল লাগছে। শেফালী শাহকে হলিউডে স্বাগত"। এই কথা টেনে অনুরাগ কাশ্যপ লিখেছেন, "আপনারা অস্কার কোথায় আছে? নেই? আচ্ছা... মনোনয়ন?"
Nice to see some deserving people get international recognition. Waise, aapka Oscar kidhar hain? No? Achha... nomination? 😜 https://t.co/P2ZuiPOUWP
— Anurag Kashyap (@anuragkashyap72) December 6, 2020
অনিল কাপুরের তখন পাল্টা উত্তর, " 'স্লামডগ মিলিয়নিয়র' অস্কার পাচ্ছে এটা টিভিতে দেখাও অস্কার পাওয়ার মতো । তোমার দ্বারা হবে না"।
The closest you have come to an Oscar is watching Slumdog Millionaire win Oscars on TV. #TumseNaHoPayega https://t.co/sZzCDhVvAA pic.twitter.com/YhZHKrEFfO
— Anil Kapoor (@AnilKapoor) December 6, 2020
যেইমাত্র নেটিজেনরা ভাবতে শুরু করলেন দুজনের মধ্যে চলছে মজার এক কথোপকথন বিনিময়। ঠিক সেই সময়ই অনুরাগের আরও একটি ট্যুইট দ্বন্দ্বে ফেলছে সকলকে।
Hand-me-down or pick-me-up: I don’t care. Work is work. Tumhare jaise kaam dhoondte waqt baal toh nahi nochne padte. #actorlife https://t.co/bEu9TJFjNt
— Anil Kapoor (@AnilKapoor) December 6, 2020
Beta, you need serious skills to have a career like mine. Aise hi nahi chal rahi humari gaadi 40 saal se. #TheRealAK https://t.co/jsKErOnbUi
— Anil Kapoor (@AnilKapoor) December 6, 2020
এরপর নেট নাগরিকদের সব সমস্যার সমাধান করে কমেন্ট করেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তিনি জানান, 'Ak vs Ak' - র ক্যাম্পেন শুরু হয়ে গেছে মনে হচ্ছে। যারা ভাবছেন ওঁনাদের মধ্যে এই সমস্যার কেন চলছে সেই কথা, তাঁদের জন্যে জানাচ্ছি আসলে অনুরাগ আর অনিল 'একে ভার্সেস একে'- তে একজন অভিনেতা এবং পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন।
When @anuragkashyap72 decides to kidnap a kid for his next film, it’s time to show him ki baap baap hota hai! #AKvsAK @VikramMotwane Coming soon on @NetflixIndia pic.twitter.com/uJ8SI3bR6k
— Anil Kapoor (@AnilKapoor) July 16, 2020
প্রসঙ্গত, এই ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে খুব শীঘ্রই মুক্তি পাবে। একজন পরিচালক, এক অভিনেতার মেয়েকে অপহরণ করেন। সেই অভিনেতা তাঁর মেয়েকে খোঁজার চেষ্টা করছেন এবং এই ভাবেই এগোচ্ছে ছবির গল্প"।