Saiyaara: 'সাইয়ারা'র আহান-অনীত চুটিয়ে প্রেম করছেন? ডেটিং ঘিরে গুঞ্জন

শুধু বলিপাড়া নয়, গোটা দেশ এখন ভরা বর্ষায় একরাশ প্রেমে মজেছে। সৌজন্যে 'সাইয়ারা'। একেবারে এক নতুন জুটির পর্দার প্রেমে পাগল হয়ে গিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। সাইয়ারা জ্বরে ভুগছেন সকলেই। কিন্তু আহান পান্ডে ও অনীত পাড্ডার সেই পর্দার প্রেম কি বাস্তবে পরিণতি পাচ্ছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বি-টাউনের অলিগলিতে। 

Advertisement
'সাইয়ারা'র আহান-অনীত চুটিয়ে প্রেম করছেন? ডেটিং ঘিরে গুঞ্জনঅহান পান্ডে ও অনীত পাড্ডার প্রেমে মজে সকলে।
হাইলাইটস
  • এক নতুন জুটির পর্দার প্রেমে পাগল হয়ে গিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী।
  • সাইয়ারা জ্বরে ভুগছেন সকলেই।
  • আহান পান্ডে ও অনীত পাড্ডার সেই পর্দার প্রেম কি বাস্তবে পরিণীতি পাচ্ছে?

শুধু বলিপাড়া নয়, গোটা দেশ এখন ভরা বর্ষায় একরাশ প্রেমে মজেছে। সৌজন্যে 'সাইয়ারা'। একেবারে এক নতুন জুটির পর্দার প্রেমে পাগল হয়ে গিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। সাইয়ারা জ্বরে ভুগছেন সকলেই। কিন্তু আহান পান্ডে ও অনীত পাড্ডার সেই পর্দার প্রেম কি বাস্তবে পরিণতি পাচ্ছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বি-টাউনের অলিগলিতে। 

আহান-অনীতের পর্দার মাখো মাখো প্রেম নাকি বাস্তবেও জল-হাওয়া পেয়েছে, এমন জল্পনাই জোরালো হয়েছে সিনে দুনিয়ায়। আহান এবং তাঁর পর্দার নায়িকা অনীত নাকি ডেটিংও করছেন। সম্প্রতি মুম্বইয়ে এই নবাগত জুটির এক ঝলক ভিডিও এই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি আহান ও অনীতের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ছবি মুক্তির পর প্রথমবার তাঁদের প্রকাশ্যে দু'জনকে দেখা গিয়েছে। যার জেরেই গুঞ্জনের সূত্রপাত। একটি ভিডিওতে দেখা গিয়েছে, পর্দার এই মুহূর্তের হিট জুটি একটি বুটিক থেকে বেরোচ্ছেন। সঙ্গে রয়েছেন আহানের মা। ভিডিও-তে এ-ও দেখা গিয়েছে যে, অনীতের হাত ধরার জন্য নিজের হাত বাড়িয়েছেন আহান। 

আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই এই রোম্যান্টিক জুটির রিয়েল লাইফের রসায়ন ঘিরে জল্পনা দানা বেঁধেছে। তবে এই নিয়ে কেউই কোনও মুখ খোলেননি। 

ইন্ডিয়া টুডেকে এক সূত্র জানিয়েছেন, 'ওরা শুধুই বন্ধু, ডেটিং করছে না কেউ। ছবির সাফল্য ওদের কাছাকাছি এনেছে। ওরা উচ্ছ্বসিত। কিন্তু কোনও সম্পর্কে নেই।' তবে নায়ক-নায়িকাদের 'উই আর জাস্ট ফ্রেন্ডস' সংলাপের আড়ালে কি শুধুই বন্ধুত্ব থাকে? 

বলিপাড়ার এই ছবি বক্সঅফিসে সাড়া ফেলে দিয়েছে। তুমুল সাফল্য পেয়েছে সাইয়ারা। ছবির সাফল্যের মধ্যেই নায়ক-নায়িকার এহেন প্রেমকাহিনি ঘিরে চর্চা শোরগোল ফেলে দিল এবার। 

POST A COMMENT
Advertisement