Arijit Singh : 'গান থামালেন' অরিজিৎ সিং, প্লেব্যাক থেকে হঠাৎ অবসর ঘোষণা শিল্পীর

প্লে ব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না। বড় ঘোষণা করলেন গায়ক অরিজিৎ সিং। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর জানিয়েছেন নিজেই।

Advertisement
'গান থামালেন' অরিজিৎ সিং, প্লেব্যাক থেকে হঠাৎ অবসর ঘোষণা শিল্পীরঅরিজিৎ সিং
হাইলাইটস
  • প্লে ব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না
  • বড় ঘোষণা করলেন গায়ক অরিজিৎ সিং

প্লে ব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না। বড় ঘোষণা করলেন গায়ক অরিজিৎ সিং। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর জানিয়েছেন নিজেই। ভারতীয় সঙ্গীত জগতে একজন শীর্ষস্থানীয় গায়ক অরিজিৎ। ফলে আচমকা তাঁর এই সিদ্ধান্ত সামনে আসার পর হতচকিত ভক্ত-অনুরাগীকরা। 

নিজের ইনস্টাগ্রাম পোস্টে অরিজিৎ তাঁর শ্রোতাদের ধন্যবাদ জানিয়েছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে জানিয়েছেন, তিনি নয়া সফর শুরু করছেন। প্লে ব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না। সেই যাত্রাপথে ইতি টানলেন। কিন্তু গান চালিয়ে যাবেন। কাজ করবেন। 

পোস্টে লিখেছেন, 'নমস্কার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে আমি প্লে ব্যাক সিঙ্গার হিসেবে কোনও নতুন দায়িত্ব নেব না। প্লে ব্যাক সিঙ্গারের কাজ করব না। এই সফর অসাধারণ ছিল। ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয়। আমি সঙ্গীতের একজন ভক্ত। ভবিষ্যতে আরও শিখব এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও কাজ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে সেগুলো শেষ করতে হবে। সেগুলি শেষ করব। স্পষ্ট করে বলতে চাই, যে আমি সঙ্গীত তৈরি করা বন্ধ করব না।'

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arijit Singh (@arijitsingh)

 


'আশিকি ২' ছবির 'তুম হি হো' গানটি অরিজিৎ সিংয়ের জীবনের মোড় বদলে দিয়েছিল। তারপর থেকে গায়ককে আর পিছন ফিরে তাকাতে হয়নি। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মারাঠি এবং কন্নড় ভাষায় গান গেয়েছেন। ৩০০ টিরও বেশি ছবিতে কণ্ঠ দিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার সহ অসংখ্য সম্মান। স্পটিফাই, ইউটিউব এবং অন্যান্য সঙ্গীত প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী সর্বাধিক শ্রোতা ভারতীয় শিল্পীদের মধ্যে একজন তিনি। 

'ফেম গুরুকুল' রিয়েলিটি শো দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অরিজিৎ।  ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করতে হয়েছিল তাঁকে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যে প্রায় সব সিনেমার গানে তাঁর কণ্ঠ শোনা যেত। 

Advertisement

প্রজাতন্ত্র দিবসেই সলমন খানের 'ব্যাটল অফ গালওয়ান' ছবিতে অরিজিতের গাওয়া 'মাতৃভূমি' গানটি মুক্তি পায়। তারপর হঠাৎ প্লেব্যাক থেকে গায়কের অবসর ঘোষণা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অরিজিৎ গানের পাশাপাশি দুটো ছবিও পরিচালনা করেছেন। প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তির অপেক্ষায়। হিন্দিতে পরিচালনা করছেন ‘ভয়’।

POST A COMMENT
Advertisement