Ananya Pandey at NCB Questioning: আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানির সময় NCB জানায়, শাহরুখ পুত্রের সঙ্গে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের মাদক নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট তাদের হাতে এসেছে। অভিনেত্রীকে সমন পাঠায় কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে যান চাঙ্কি পাণ্ডে ও তাঁর মেয়ে অনন্যা পাণ্ডে। তাঁদের বাড়িতেও তল্লাসি করা হয়।
অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেন এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। এছাড়াও উপস্থিত ছিলেন তদন্তকারী অফিসার ভি ভি সিং। মহিলা অধিকারিকদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এদিন ২ ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর NCB অফিস ত্যাগ করেন অনন্যা পাণ্ডে। তবে শুক্রবার সকাল ১১টায় তাঁকে ফের সমন পাঠায় কেন্দ্রীয় সংস্থা।
দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের এনসিবি অফিস থেকে বেড়ালেন অনন্যা পাণ্ডে। সমাবার ফের সমন পাঠানো হয়েছে তাঁকে।
অনন্যা পাণ্ডেকে আজ দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছে এনসিবি। প্রায় ২ ঘণ্টার বেশি কেটে গেছে। এখনও চলছে অনন্যাকে জিজ্ঞাসাবাদ।
অনন্যা পাণ্ডেকে আজ দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করবে এনসিবি। জানা গিয়েছে, সেখানে তাঁকে করা হতে পারে একাধিক প্রশ্ন। যেমন -
"আপনিও ড্রাগ নিতেন?" "কোথায় পেলেন এই ড্রাগ?" "কতদিন ধরে আরিয়ান ড্রাগ নেয়?" "আর কে ড্রাগ নেয় আপনাদের সঙ্গে?"
বৃহস্পতিবার প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করা হয় অনন্যা পাণ্ডেকে। এনসিবি অফিসে তাঁর সঙ্গে গিয়েছিলেন, বাবা চাঙ্কি পাণ্ডে। খুবই নার্ভাস ছিলেন অভিনেত্রী। জিজ্ঞাসাবাদ শুরুর আগে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি।
শুক্রবার সকাল ১১ টায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় অনন্যা পাণ্ডেকে। তবে এখনও সেখানে পৌঁছাননি তিনি।
শুক্রবার এনসিবি-র সমনে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় অনন্যা পাণ্ডেকে। আগের দিন তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট তিনি দেখান কেন্দ্রীয় সংস্থাকে। সেই সঙ্গে শিকার করেন, আরিয়ানের জন্য গাঁজার ব্যবস্থা করতে রাজি হয়েছিলেন তিনি।