রানির সঙ্গে জুটিতে অনির্বাণ? 'খোকা'র বলিউড যাত্রা নিয়ে জল্পনা

গত মার্চ মাসে ৪৩তম জন্মদিনে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway) ছবির কথা ঘোষণা করেছিলেন রানি মুখোপাধ্যায়। এই ছবিতে এক মায়ের সমগ্র দেশের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি দেখানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। রানি আরও জানিয়েছিলেন, এটি বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র, যেখানে অভিনয় করতে তিনি যথেষ্ট থ্রিল অনুভব করবেন।। পরিচালনা করবেন অসীমা চিব্বার।

Advertisement
রানির সঙ্গে জুটিতে অনির্বাণ? 'খোকা'র বলিউড যাত্রা নিয়ে জল্পনাঅনির্বাণ ভট্টাচার্য
হাইলাইটস
  • ছবিতে রানি-র কাস্টিংয়ের বিষয়ে জানিয়ে দিয়েছে নির্মাতা সংস্থা।
  • কিন্তু বাকি স্টারকাস্ট নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি তারা।

বলিউডে পা দিতে চলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)? শনিবার সকাল থেকেই স্টুডিওপাড়ায় এ নিয়ে শোনা যাচ্ছে গুঞ্জন। খবর সত্যি হলে, রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) আসন্ন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেতাকে।

গত মার্চ মাসে ৪৩তম জন্মদিনে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway) ছবির কথা ঘোষণা করেছিলেন রানি মুখোপাধ্যায়। এই ছবিতে এক মায়ের সমগ্র দেশের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি দেখানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। রানি আরও জানিয়েছিলেন, এটি বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র, যেখানে অভিনয় করতে তিনি যথেষ্ট থ্রিল অনুভব করবেন।। পরিচালনা করবেন অসীমা চিব্বার। সিনেমার সিংহভাগ শুট হবে বিদেশে। ছবিতে রানি-র কাস্টিংয়ের বিষয়ে জানিয়ে দিয়েছে নির্মাতা সংস্থা। কিন্তু বাকি স্টারকাস্ট নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি তারা।

 

অনির্বাণের শেষ মুক্তি পাওয়া ছবি ‘ড্রাকুলা স্যার’। থিয়েটার এবং নাটকের পাশাপাশি অভিনেতাকে ব্যোমকেশের ওয়েব সিরিজ, 'শাহজাহান রিজেন্সি', 'গুমনামী', 'ভিঞ্চি দা', 'দ্বিতীয় পুরুষ'-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে। অভিনয় দক্ষতার কারণে বাংলা সিনেমায় এর মধ্যেই দারুণ জনপ্রিয়তা তৈরি করেছেন অনির্বাণ। তাঁর ফ্যানদের আশা, বাংলার হিন্দি ছবিতেও স্বকীয়তার স্বাক্ষর রাখবেন তিনি।

 

POST A COMMENT
Advertisement