অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীলবলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে মঙ্গলবার সকাল থেকেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুজব। কেউ বলছিলেন, অভিনেতার অবস্থা আশঙ্কাজনক, কেউ বা মৃত্যুর খবরও ছড়িয়ে দেন। তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন অভিনেতার কন্যা ইশা দেওল। এই পোস্টের কমেন্ট সেকশনটি ইশা নিজে বন্ধ করে দিয়েছেন, যাতে ভুয়ো খবর বা অনভিপ্রেত মন্তব্য না আসে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ৮৯ বছর বয়সি ধর্মেন্দ্রকে গত সপ্তাহে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের অভিযোগে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল এবং ১০ নভেম্বর থেকে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। সোমবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে পৌঁছে যান।
ধর্মেন্দ্রর স্ত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী, দুই ছেলে সানি ও ববি দেওল, নাতি করণ ও রাজবীর— সকলেই হাসপাতাল পরিদর্শনে যান। পরে হেমা মালিনীও সোশ্যাল মিডিয়ায় একটি আপডেট দিয়ে লেখেন, 'ধরমজি এখন পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা ক্রমাগত নজর রাখছেন। আমরা সবাই তাঁর পাশে রয়েছি। সকলে তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।'
What is happening is unforgivable! How can responsible channels spread false news about a person who is responding to treatment and is recovering? This is being extremely disrespectful and irresponsible. Please give due respect to the family and its need for privacy.
— Hema Malini (@dreamgirlhema) November 11, 2025
অভিনেতার অসুস্থতার খবর পেয়ে বলিউডের বহু তারকা হাসপাতাল গিয়ে দেখা করেন। শাহরুখ খান, তাঁর পুত্র আরিয়ান, সলমন খান, গোবিন্দা, অমীষা পটেল, সকলেই ধর্মেন্দ্রর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
ধর্মেন্দ্র ভারতীয় চলচ্চিত্রের এক সোনালি যুগের প্রতিনিধি। ‘শোলে’, ‘ধরম বীর’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘ড্রিম গার্ল’, একাধিক ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে অম্লান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন। ৮০-র দশকে তাঁকে বলা হত বলিউডের “He-Man”, যিনি রোমান্স থেকে অ্যাকশন, সব ভূমিকাতেই অনবদ্য ছিলেন।
সম্প্রতি শাহিদ কাপুর ও কৃতি স্যাননের সঙ্গে ‘Teri Baaton Mein Aisa Uljha Jiya’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। আগামী বড়দিনে মুক্তি পেতে চলা ‘Ikkis’ ছবিতেও দেখা যাবে তাঁকে, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল, এবং সুস্থ হয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। ভক্তদের কাছে অনুরোধ, গুজবে কান না দিয়ে প্রার্থনা করুন, ভারতীয় সিনেমার এই কিংবদন্তি আবার যেন আগের মতো সুস্থ হয়ে ওঠেন।