পর্দায় মূলত খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও রিয়েল লাইফে বর্তমানে দেশবাসীর সুপার হিরো সোনু সুদ (Sonu Sood)। এবার নতুন একটি পালক সোনু সুদের টুপিতে। পঞ্জাবের রাজ্য আইকন হিসাবে নিযুক্ত করেছেন ভারতীয় নির্বাচন কমিশন (ইসিআই) (Election Commission Of India)। পঞ্জাবের চিফ ইলেক্টোরাল অফিসার (সিইও) এস করুণা রাজু (S Karuna Raju) ,সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর অফিস থেকে সোনু সুদের নিয়োগ সংক্রান্ত ইসি-র কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল এবং সেটি অনুমোদিত হয়েছে।
সোনু সুড, পঞ্জাবের রাজ্য আইকন
লকডাউনে দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপদে বাড়ি ফেরায় সহায়তা করেছিলেন সোনু সুদ। এছাড়াও আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, পড়াশোনায় সাহায্য করা, কখনো দরিদ্রদের ঘর দেওয়া আবার কখনো চাষির প্রয়োজনে ট্র্যাক্টর কিনে দেওয়া, ইত্যাদি তাঁর নানা মানবিক রূপ বিগত কয়েক দিনে সকলে দেখেছেন। তাই তাঁকে রাজ্য আইকন হিসাবে ঘোষণা করায় খুশি পঞ্জাব সহ দেশবাসী।
এই কৃতিত্বের জন্যে অভিনেতাকে অভিনন্দন জানিয়ে পঞ্জাবের রাজ্যপাল ভি পি সিং বদনোর (VP Singh Badnore) ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, "নীতিগত ভোটদান সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য #ECI দ্বারা রাজ্য আইকন হিসাবে নিযুক্ত যুব আইকন সোনু সুদকে আমি অভিনন্দন জানাচ্ছি। কোভিড পরিস্থিতিতে আপনার অবদান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আপনার মঙ্গল কামনা করি।"
I congratulate @SonuSood the youth icon, appointed as the State icon by the #ECI to make people aware about ethical voting. Your efforts during the trying time of #Covid situation are widely appreciated. #GodBless! pic.twitter.com/TsGemMoxhD
— V P Singh Badnore (@vpsbadnore) November 17, 2020
রাজ্যপালের ট্যুইটের প্রতিক্রিয়া জানিয়ে সোনু লিখেছেন, "আপনার উৎসাহজনক কথাগুলির জন্যে আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এটি এমন একটি সম্মান,যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি কৃতজ্ঞ।"
Thank you so much for your encouraging words sir. It’s been an honour that cannot be expressed in words. Humbled 🙏 https://t.co/9KfJjQhzw0
— sonu sood (@SonuSood) November 17, 2020
সোনু সুদকে পর্দায় মূলত নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্যে দর্শকেরা বেশি চিনলেও বর্তমানে তিনি সব সমস্যার 'মসিহ' অর্থাৎ সমাধান হিসাবে ভাবা হয়। তবে দাবাং অভিনেতার এই এত সুনাম একদমই পছন্দ না। তাঁর আত্মজীবনী 'আই অ্যাম নট আ মসিহ' (I Am No Messiah)-তে উল্লেখ থাকবে,"মানুষ অত্যন্ত বিনয়ী হয়েছে এবং ভালোবেসে আমার নাম 'মসিহ' দিয়েছেন। তবে আমি সত্যিই বিশ্বাস করি যে আমি মসিহ নই। আমার মন যা বলে, আমি কেবল তাই করি। মানুষ হিসাবে সহানুভূতিশীল হয়ে একে অপরকে সাহায্য করা আমাদের দায়িত্ব"। সোনু সুদ তাঁর আসন্ন এই আত্মজীবনীর কথা বলার সময় বলেছিলেন।
পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া-র তরফ থেকে 'আই অ্যাম নট আ মসিহ' প্রকাশিত হবে এই বছরের ডিসেম্বরে। বইটিতে ছোট ছোট গল্প, নভেল করোনা ভাইরাস প্রেরিত লকডাউনের সময়ে সোনু সুদ যে আবেগময় এবং চ্যালেঞ্জিং পথ অতিক্রম করেছিলেন তা তিনি ভাগ করে নেবেন।