রণবীর সিংশিরোনামে রণবীর সিংয়ের 'ধুরন্ধর'। আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলার ছবিটি ৬ ডিসেম্বর, মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলছে। বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল 'ধুরন্ধর'। রণবীরের মারকাটারি অ্যাকশন ইতিমধ্যেই দর্শকদের মন জয় করছে। মাত্র সাত দিনেই বক্স অফিসে ২০০ কোটির মাইলফলক পার করেছে এই ছবি।
'ধুরন্ধর'-র প্রথম সপ্তাহের ব্লকবাস্টার কালেকশন
মুক্তির পরে সপ্তাহান্তে বক্স অফিসে ১০০ কোটি টাকারও বেশি আয় করেছিল 'ধুরন্ধর'। যা থেকে সকলের ধারণা ছিল, এই ছবি ৭ দিনে প্রায় ১৭৫ কোটি টাকা আয় করবে। কিন্তু সপ্তাহের মাঝামাঝি সময়েই এই ছবির কালেকশন প্রত্যাশার চেয়েও অনেক বেশি। এখন ট্রেড রিপোর্টের অনুমান বলছে, বৃহস্পতিবারও ছবিটি বক্স অফিসে বিরাট লক্ষ্মীলাভ করেছে। গুরুবারে এই ছবি প্রায় ২৯ কোটি টাকা আয় করেছে। মুক্তির দিন উদ্বোধনী সংগ্রহ ছিল ২৮.৬০ কোটি টাকা। এর অর্থ হল, সপ্তম দিনে ছবির উদ্বোধনী সংগ্রহের চেয়েও বেশি আয় করেছে। ফলে এই ছবির আয় ২০০ কোটি ছড়িয়েছে। বলাই বাহুল্য 'ধুরন্ধর'-ঝড়ে কাবু সিনেপ্রেমীরা।
৩০০ কোটিতে পৌঁছাতে, "ধুরন্ধর"-কে কেবল প্রায় ৮৫ কোটি বা তার কিছুটা কম সংগ্রহ করতে হবে। প্রথম সপ্তাহান্তে এর সংগ্রহ ছিল ১০৬ কোটিরও বেশি। দ্বিতীয় সপ্তাহান্তে এটি ২০% কমে গেলেও, "ধুরন্ধর" রবিবারের মধ্যে ৩০০ কোটিতে পৌঁছাতে পারে। তবে, ট্রেন্ড দেখে মনে হচ্ছে, "ধুরন্ধর" তার দ্বিতীয় সপ্তাহান্তে প্রায় ১০০ কোটি টাকা আয় করতে পারে। মুক্তির পরে প্রথম দিনে ভারতে 'ধুরন্ধর'-র কালেকশন ছিল ২৮ কোটি, দ্বিতীয় দিনেও কালেকশন ছিল ৩২ কোটি, তৃতীয় দিনে কালেকশন ছিল ৪৩ কোটি টাকা।
প্রসঙ্গত, ২০১৮ সালে রণবীর সিং ৩০০ কোটি টাকার ব্লকবাস্টার 'পদ্মাবত' এবং ২০০ কোটি টাকার সুপারহিট 'সিম্বা' উপহার দিয়েছেন। এরপর থেকে তাঁর কোনও ছবি এত বড় হিট হয়নি। 'ধুরন্ধর', প্রায় সাত বছরের অপেক্ষার অবসান ঘটাল।