Akshay Shilpa Breakup Reasons: গভীর প্রেম থেকে বিয়ের কথা ছিল! কেন ভেঙেছিল অক্ষয়, শিল্পার সম্পর্ক?

Bollywood Gossips: নব্বইয়ের দশকে বলিউডের সফল ও রোম্যান্টিক জুটির কথা বললে, শিল্পা শেঠি এবং অক্ষয় কুমারের নাম প্রথমের দিকেই আসে। দর্শকের মন জয় করেছেন তাঁরা।

Advertisement
গভীর প্রেম থেকে বিয়ের কথা ছিল! কেন ভেঙেছিল অক্ষয়, শিল্পার সম্পর্ক? শিল্পা শেঠি, অক্ষয় কুমার

সিনে দুনিয়ায় বেশ কিছু জুটি দর্শকের মনে বছরের পর বছর ধরে থেকে যায়। নব্বইয়ের দশকে বলিউডের সফল ও রোম্যান্টিক জুটির কথা বললে, শিল্পা শেঠি এবং অক্ষয় কুমারের নাম প্রথমের দিকেই আসে। দর্শকের মন জয় করেছেন তাঁরা। একথা প্রায় সকলেরই জানা, বাস্তব জীবনেও শিল্পা- অক্ষয়ের গভীর প্রেম ছিল। বেশ কিছু বছর সম্পর্কে ছিলেন তাঁরা। এমনকী বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিল। তবে নিয়তির অন্য পরিকল্পনা ছিল। 

এক সাক্ষাৎকারে, অক্ষয় কুমারের সহযোগী এবং চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শন, শিল্পা এবং অক্ষয়ের সম্পর্ক, বিয়ে এবং বিচ্ছেদ সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করেছিলেন। সুনীল জানিয়েছিলেন যে শিল্পা এবং অক্ষয় বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু শিল্পার বাবা-মা অক্ষয়ের উপর একটি শর্ত রেখেছিলেন, যার ফলে দু'জনের বিচ্ছেদ হয়।

পরিচালক সুনীল এক সাক্ষাৎকারে বলেন, "ওঁরা গুড লুকিং কাপল ছিল। কিন্তু সম্ভবত ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। একজন জ্যোতিষী টুইঙ্কল খান্নার বাবা রাজেশ খান্নাকে বলেছিলেন যে অক্ষয় এবং টুইঙ্কল বিয়ে করাবেন। সেই সময়, আমি বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নিইনি। কারণ তাঁদের একে অপরের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। কিন্তু শিল্পা এবং অক্ষয় যদি বিয়ে করত, তাহলে পরিস্থিতি অন্য রকম হত।"

সুনীল আরও জানান, শিল্পার বাবা- মা মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এমন একটি শর্ত রেখেছিলেন। "আর্থিক সহ সব দিক থেকেই নিরাপত্তা চেয়েছিলেন তাঁরা। কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে শিল্পার বাবা-মায়ের দোষ ছিল। তবে হয়তো এটাই ওঁদের কপালে ছিল, তাই এটা ঘটেছিল। আমিও ব্যাপারটাকে সেভাবেই দেখি।"

বিচ্ছেদের পর অক্ষয়ের অবস্থা কেমন ছিল?

'এক রিশতা' ছবির শ্যুটিংয়ের পরপরই  সম্পর্ক ভেঙে যায় শিল্পা- অক্ষয়ের। তবে পরিচালক বলেন, "আমার মনে হয় ব্রেকআপের পরে অক্ষয় ভেঙে পড়েনি। ও ঠিকই ছিল। অতীত ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল।" 

প্রসঙ্গত, ২০০১ টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন অক্ষয় কুমার। তাঁদের দুটি সন্তান রয়েছে। অন্যদিকে, শিল্পা ২০০৯ সালে রাজ কুন্দ্রাকে বিয়ে করেন। রাজ ও শিল্পার দুই সন্তান রয়েছে। দু'জনেই তাঁদের বিবাহিত জীবনে সুখী।

Advertisement

 

POST A COMMENT
Advertisement