Deepika- Ranveer: বিচ্ছেদ জল্পনা এখন অতীত! বিয়ের ৬ বছর পার হতেই দীপিকাকে খোলা চিঠি রণবীরের

Deepika Padukone- Ranveer Singh: মাঝে তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর রটেছিল। এরপর বোঝা যায়, তা শুধুমাত্র রটনা। কারণ সেসময় অন্য সুখবর নেনে বি-টাউন জুটি। এরপর 'দীপবীর'-র জীবনে আসে তাঁদের সন্তান- দুয়া। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন রণবীর। 

Advertisement
বিচ্ছেদ জল্পনা এখন অতীত! বিয়ের ৬ বছর পার হতেই দীপিকাকে খোলা চিঠি রণবীরের  দীপিকা পাড়ুকোন- রণবীর সিং (ছবি:ইনস্টাগ্রাম)

সংবাদ শিরোনামে থাকেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডের এই পাওয়ার কাপল নিয়ে দর্শক- অনুগামীদের কৌতূহল তুঙ্গে থাকে। বৃহস্পতিবার, জুটির বিয়ের বয়স হল ৬। মাঝে তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর রটেছিল। এরপর বোঝা যায়, তা শুধুমাত্র রটনা। কারণ সেসময় অন্য সুখবর নেনে বি-টাউন জুটি। এরপর 'দীপবীর'-র জীবনে আসে তাঁদের সন্তান- দুয়া। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন রণবীর। 

দীপিকার একগুচ্ছ অদেখা ও ক্যান্ডিড মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে রণবীর লেখেন, "প্রতিটি দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবু আজকে প্রধান দিন, শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালবাসি।" ১৪ টি ছবি ছাড়াও পত্নীর একটি ভিডিও সঙ্গে সঙ্গে ভাগ করে নিয়েছেন রণবীর। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রাণখুলে হাসছেন দীপিকা। নেপথ্যে চলছে 'হাসতি রহে তু হাসতি রহে, হয়া কি লালি খিলতি রহে...' গানটি। সোনু নিগমের কণ্ঠে। স্ত্রীর এই হাসিটাই যে রণবীর দেখতে চাইছে, একথা আর বলতে বাকি রাখে না।

 

 

সঞ্জয় লীলা ভন্সালীর 'রাম লীলা' ছবির শ্যুটিং চলাকালীন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ডেটিং শুরু করেন। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তাঁদের রসায়ন নজরকাড়া ছিল। রণবীর - দীপিকা পরবর্তী ৫ বছর সম্পর্কে ছিলেন এবং ২০১৮ সালের ১৪ নভেম্বর তাঁদের সম্পর্ক পূর্ণতা পায়। বিয়ের করেন তারকা জুটি। এরপর গত ৮ সেপ্টেম্বর, বি-টাউনের এই পাওয়ার কাপলের কোলে আসে কন্যা সন্তান। আনন্দ- উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।
  
প্রসঙ্গত, কিছু মাস আগে টিনসেল টাউনে গুঞ্জন শোনা গিয়েছিল, দূরত্ব তৈরি হয়েছে দীপিকা- রণবীরের মধ্যে। জুটির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ায়, সেই গুঞ্জন আরও দ্বিগুণ হয়। যদিও পরে রণবীর জানান, এই খবর ভুয়ো এবং তাঁদের মধ্যে সব ঠিক আছে। দীপিকাকে শেষ দেখা গিয়েছে 'কলকি' ছবিতে। অন্যদিক রণবীরকে দেখা যায়, 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-তে।        

Advertisement


 

POST A COMMENT
Advertisement