রনবীর সিং শিরোনামে রণবীর সিংয়ের 'ধুরন্ধর'। আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলার ছবিটি ৬ ডিসেম্বর, মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলছে। বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল 'ধুরন্ধর'। রণবীরের মারকাটারি অ্যাকশন ইতিমধ্যেই দর্শকদের মন জয় করছে। মাত্র সাত দিনেই বক্স অফিসে ২০০ কোটির মাইলফলক ছুঁয়েছিল এই ছবি। এবার নয়া রেকর্ড গড়ল এই ছবি। নির্মাতারা জানিয়েছেন, সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি 'ধুরন্ধর'।
মুক্তির ৩৩ তম দিনের আয় ৫.৭০ কোটি টাকা নেট হয়েছে 'ধুরন্ধর'-র। ফলে রণবীর সিং অভিনীত এই ছবির ভারতে মোট নেট সংগ্রহ বেড়ে হয়েছে প্রায় ৮৩১.৪০ কোটি টাকা, যা এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সমস্ত হিন্দি ছবির মধ্যে সবচেয়ে বেশি।
নির্মাতারা এক বিবৃতিতে বলেছেন, "ইতিহাস নতুন করে লেখা হয়েছে। মঙ্গলবারের সংগ্রহের পরে, 'ধুরন্ধর' আনুষ্ঠানিকভাবে সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হয়েছে। যা, একটি বিশাল প্রাপ্তি এবং ভারতীয় বক্স অফিসের সাফল্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।" এর আগে শীর্ষস্থানে ছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি 'পুষ্পা ২: দ্য রুল'-র হিন্দি সংস্করণ। আল্লু অর্জুনের তেলেগু ছবিটি হিন্দিতে ৮৩০ কোটি টাকা আয় করেছিল। অন্যান্য সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হল শাহরুখ খানের 'জাওয়ান' এবং হরর কমেডি 'স্ত্রী ২', যা যথাক্রমে ৬৪৩ কোটি এবং ৬২৭ কোটি টাকা আয় করেছে।
ভারতের বক্স অফিসের হিসাব থেকে জানা যায়, ছবিটি সপ্তাহজুড়ে শক্তিশালী ব্যবসা করেছে। প্রথম সপ্তাহে ২১৮ কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহে ২৬১.৫০ কোটি টাকা, তৃতীয় সপ্তাহে ১৮৯.৩০ কোটি টাকা এবং চতুর্থ সপ্তাহে ১১৫.৭০ কোটি টাকা আয় করেছে। পঞ্চম সপ্তাহান্তে ৩৫.৮০ কোটি টাকা আয় করে এবং সপ্তাহের বাকি দিনগুলোতেও ব্যবসা স্থিতিশীল ছিল।
'ধুরন্ধর' একটি উচ্চমাত্রার স্পাই থ্রিলার। রণবীর সিং প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সারা অর্জুন, আর মাধবন এবং রাকেশ বেদির মতো শিল্পীরা। এই ছবির মাধ্যমে বহু বছর পরে দর্শক মনে জায়গা করে নিয়েছেন অক্ষয় খান্না। ছবিটি কান্দাহার বিমান হাইজ্যাক, ২০০১ সালের সংসদ হামলা এবং ২৬/১১ মুম্বই হামলার মতো ভূ-রাজনৈতিক ও সন্ত্রাসী ঘটনার প্রেক্ষাপটে গোপন গোয়েন্দা অভিযানকে কেন্দ্র করে নির্মিত।