সত্যিই কি মা হতে চলেছেন দিয়া মির্জা? এপ্রিল ফুলের গন্ধ মাখা পোস্ট

যে তারিখে পোস্ট করেছেন এই সুখবর, তা নিয়ে ধন্দে রয়েছে বহু নেটিজেন। ১ এপ্রিল যে বোকাদের দিন, বোকা বানানোর দিন তা বিলক্ষণ মনে রয়েছে সকলের। তাই দিয়ার পোস্টে বহু মানুষ শুভেচ্ছার বন্যা বইয়ে দিলেও আদপে খবরটা ঠিক কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বহু মানুষ।

Advertisement
সত্যিই কি মা হতে চলেছেন দিয়া মির্জা? পোস্ট নিয়ে সংশয়দিয়া মির্জা

১৫ ফেব্রুয়ারি বৈভব রেখির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দিয়া মির্জা। দেড় মাসের ব্যবধানে তিনি সোশাল পোস্ট করে জানালেন মা হতে চলেছেন। তবে যে তারিখে পোস্ট করেছেন এই সুখবর, তা নিয়ে ধন্দে রয়েছে বহু নেটিজেন। ১ এপ্রিল যে বোকাদের দিন, বোকা বানানোর দিন তা বিলক্ষণ মনে রয়েছে সকলের। তাই দিয়ার পোস্টে বহু মানুষ শুভেচ্ছার বন্যা বইয়ে দিলেও আদপে খবরটা ঠিক কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বহু মানুষ।

দিয়া পোস্টে লিখেছেন, 'Blessed to be... One with Mother Earth... One with the Life Force that is the beginning of everything... Of all stories. Lullabies. Songs. Of new saplings. And the blossoming of hope. Blessed to cradle this purest of all dreams in my womb.' পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে লাইকের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যায়। বলিউডের একের পর এক সেলিব্রিটিরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন দিয়াকে। এঁদের মধ্যে রয়েছেন, গওহর খান, বিক্রান্ত মাসে, বিশাল দাদলানি, সোফি চৌধুরি, সিদ্ধার্থ মালহোত্রা-রা। আপাতত স্বামী এবং মেয়ের সঙ্গে (আগের পক্ষের) মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন দিয়া।

 

তবে নেটিজেন মধ্যে অনেকে প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার পর প্রশ্ন তুলছেন, ২-৩ দিন আগে বিকিনি পরিহিত দিয়ার ছবিও ভাইরাল হয়েছিল। সে সময় তাঁর গর্ভবতী হওয়ার কোনও লক্ষ্মণ প্রকাশ পায়নি। হঠাৎ ৩ দিনের মধ্যে এত স্পষ্ট লক্ষ্মণ কী ভাবে সম্ভব? এর আগে গানের প্রোমোশন করার জন্য গায়িকা নেহা কক্কর একই ভাবে সোশাল পোস্ট করে সকলকে বোকা বানিয়েছিলেন। আপাতত দিয়ার পোস্টের উত্তর খুঁজছেন সকলে। তবে খবর সত্যি হলে দিয়া এবং তাঁর পরিবারকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন।

 

Advertisement

POST A COMMENT
Advertisement