scorecardresearch
 

Sushant Singh Rajput: 'সুশান্ত চেয়েছিল ব্যোমকেশের সিক্যুয়েল', বললেন দিবাকর

যাওয়ার আগে তাঁর অনেকগুলি কাজ অসমাপ্ত রেখে গিয়েছেন সুশান্ত। যেমন দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি-র সিক্যুয়েল। ছবির শেষে সিক্যুয়েলের পরিষ্কার ইঙ্গিত রেখেছিলেন। পরিকল্পনাও ছিল। কিন্তু এমন একটা ঘটনা ঘটবে, তা স্বপ্নেও কেউ ভাবতে পারেননি। ভাবেননি স্বয়ং দিবাকরও। সাক্ষাৎকারে তিনি বলেন, 'সুশান্ত নিজেও চেয়েছিল যাতে সিক্যুয়েল হয় এবং ও আবার অভিনয় করতে পারে।'

সুশান্ত সিং রাজপুত সুশান্ত সিং রাজপুত
হাইলাইটস
  • সাক্ষাৎকারে তিনি বলেন, 'সুশান্ত নিজেও চেয়েছিল যাতে সিক্যুয়েল হয় এবং ও আবার অভিনয় করতে পারে।'
  • ছবির শেষে সিক্যুয়েলের পরিষ্কার ইঙ্গিত রেখেছিলেন। পরিকল্পনাও ছিল।

প্রায় এক বছর আগে সকলকে বিদায় জানিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যাওয়ার আগে তাঁর অনেকগুলি কাজ অসমাপ্ত রেখে গিয়েছেন সুশান্ত। যেমন দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি-র সিক্যুয়েল। ছবির শেষে সিক্যুয়েলের পরিষ্কার ইঙ্গিত রেখেছিলেন। পরিকল্পনাও ছিল। কিন্তু এমন একটা ঘটনা ঘটবে, তা স্বপ্নেও কেউ ভাবতে পারেননি। ভাবেননি স্বয়ং দিবাকরও। সাক্ষাৎকারে তিনি বলেন, 'সুশান্ত নিজেও চেয়েছিল যাতে সিক্যুয়েল হয় এবং ও আবার অভিনয় করতে পারে।'

ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী-র পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় ছবির সিক্যুয়েল বানাতে চেয়েছিলেন। প্রথম ছবির শেষটা এ কারণেই সেই অন্য রকম ভাবে পরিকল্পনা করেন তিনি। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও সমালোকদের দেদার প্রশংসা পেয়েছিল। বিশেষত নীরজ কবি, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুশান্তের অভিনয়ে দর্শকরাও মুগ্ধ হয়েছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিবাকর জানিয়েছএন, সুশান্তকে ছাড়া ছবির সিক্যুয়েল করাটা সহজ নয়। তিনি বলেন, 'এক বছর হতে চলল, সুশান্ত আমাদের মধ্যে নেই। এই কথাটা বার বার বললেও বিশ্বাস করা কঠিন আমার পক্ষে। তাই এই বিষয়ে কথা বলতে অসুবিধা হয়। সুশান্তের অজস্র স্মৃতি আমার মনের ভিতরে। হয়তো আজ থেকে ৫ বছর বাদে এই নিয়ে কথা বলতে পারব। কিন্তু এখনও সেই সময় আসেনি।'

সিক্যুয়েলের কথা তো স্পষ্টতই জানিয়েছেন, কিন্তু সুশান্তের জায়গায় সেই চরিত্রে কে অভিনয় করবেন তা স্পষ্ট করেননি তিনি। যশরাজ ব্যানারে মুক্তি পাওয়া ছবিটি সম্ভবত একই প্রোডাকশন হাউজেই তৈরি হতে পারে। তবে সব কিছু নিয়ে কোনও মন্তব্য করেননি। বোঝাই যাচ্ছে, সুশান্তের চলে যাওয়া ভীষণ ভাবে নাড়িয়ে দিয়েছে দিবাকরকে। সেই শক থেকে এখনও পুরোপুরি বার হতে পারেননি তিনি।