Firing on Kapil Sharma Cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের চলল গুলি, দায় নিল বিষ্ণোই গ্যাং

কানাডায় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা 'ক্যাপস ক্যাফে'তে ফের চলল গুলি। এই নিয়ে পর পর তিনবার তাঁর ক্যাফেতে গুলি চালানো হয় বলে দাবি। গুলি চালানোর একটি ভিডিওও প্রকাশ্যে এসেছে। পোস্টে লেখা, "জনসাধারণের ওপর আমাদের কোনও শত্রুতা নেই, এরা কাজ করিয়ে টাকা দেয় না।"

Advertisement
কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের চলল গুলি, দায় নিল বিষ্ণোই গ্যাংকপিল শর্মার ক্যাফেতে গুলি

কানাডায় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা 'ক্যাপস ক্যাফে'তে ফের চলল গুলি। এই নিয়ে পর পর তিনবার তাঁর ক্যাফেতে গুলি চালানো হয় বলে দাবি। গুলি চালানোর একটি ভিডিওও প্রকাশ্যে এসেছে। পোস্টে লেখা, "জনসাধারণের ওপর আমাদের কোনও শত্রুতা নেই, এরা কাজ করিয়ে টাকা দেয় না।"

ক্যাপস ক্যাফেতে গুলি চালানোর দায় নেয় গ্যাংস্টার কুলবীর সিদ্ধু এবং গোল্ডি ধিলন। এরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনার দায় নেয় তারা। পোস্টে আরও লেখা হয়, "আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলা বলিউডের সেলেব্রিটিদেরও প্রস্তুত থাকা উচিত; যেকোনও জায়গায় গুলি চালানো হতে পারে।"

প্রকাশ্যে আসা ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্যাফেটিতে একাধিক রাউন্ড গুলি চালানো হচ্ছে। বন্দুকধারীরা মুখ ঢাকাও ছিল না। তারা আক্রমণাত্মকভআবে এগিয়ে আসে। যা জনসাধারণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

কপিল শর্মার কানাডা ক্যাফেতে চলতি বছরই ১০ জুলাই এবং ৭ অগাস্ট গুলি চালানো হয়। উভয়বারই ক্যাফের কাচের জানালা ভেঙে ফেলা হয়। ঘটনার পর বেশ কয়েকদিন ক্যাফেটি বন্ধ ছিল। ভারতে কপিল শর্মার নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে। এখন, চার মাসের মধ্যে ক্যাপস ক্যাফেতে এটি তৃতীয় গুলিবর্ষণের ঘটনা।

POST A COMMENT
Advertisement