Hina Khan -Breast Cancer: বলিউডের হিনা স্তন ক্যান্সারে আক্রান্ত, স্টেজ থ্রি, এখন কী পরিস্থিতি?

Hina Khan Diagnosed With Breast Cancer: টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। 'ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায়', 'কসৌটি জিন্দেগী কী ২' - র মাধ্যমে সকলের মন জয় করেছেন। স্তন ক্যান্সারে ভুগছেন টেলিভিশন অভিনেত্রী।

Advertisement
বলিউডের হিনা স্তন ক্যান্সারে আক্রান্ত, স্টেজ থ্রি, এখন কী পরিস্থিতি?হিনা খান

হিনা খানের অনুগামীদের জন্য দুঃসংবাদ। স্তন ক্যান্সারে ভুগছেন টেলিভিশন অভিনেত্রী। ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই শেয়ার করেছেন। অভিনেত্রী জানান, তাঁর চিকিৎসা শুরু হয়েছে। এখন কেমন আসছেন হিনা?

সম্প্রতি হিনা খানের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। অনেকে ভাবতে শুরু করেন, এটা কোনও গুজব। আবার অনেকে ক্যান্সার নিয়েও ছড়াতে শুরু করেন নানা ভুয়ো খবর। এত জল্পনা দেখে, শেষমেশ নিজেই মুখ খুললেন হিনা।

ইনস্টাতে অভিনেত্রী লেখেন, "আমায় নিয়ে কিছু গুজব ছড়াচ্ছে। আমি আপনাদের সকলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চাই। বিশেষ করে যারা আমায় ভালোবাসে, আমায় নিয়ে ভাবে, তাদের জন্য। আমি স্তন ক্যান্সারে আক্রান্ত। এটি তৃতীয় পর্যায়ে রয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। অনেক সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করছি যে, আমি ভাল আছি। আমি এই রোগের সঙ্গে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। এই সময়ে, আমি সবকিছু করতে প্রস্তুত যা আমাকে শক্তিশালী রাখবে।" 

অভিনেত্রী আরও লেখেন, " এই সময় আমি আপনাদের সম্মান আশা করি এবং আশা করি গোপনীয়তা বজায় রাখবেন। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমার প্রয়োজন এই সময়ে। আমি এবং আমার পরিবার আত্মবিশ্বাসী যে ঈশ্বরের আশীর্বাদে, আমি ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে জিতব এবং শীঘ্রই সুস্থ হয়ে উঠব। ততদিন পর্যন্ত আপনাদের ভালোবাসা ও প্রার্থনা আমার একান্ত প্রয়োজন।" 

 

 

টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। 'ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায়', 'কসৌটি জিন্দেগী কী ২' - দর্শকদের মন জেতা ছাড়াও 'বিগ বস' ১১ ও ১৪ -তেও যথেষ্ট জনপ্রিয় হয়েছেন তিনি। হিনা, শো-এ বিজয়ী হননি, কিন্তু 'বিগ বস'-র কারণে তাঁর জনপ্রিয়তা দ্বিগুণ বাড়ে। টেলিভিশন শো ছাড়াও, তিনি ওয়েব শো এবং ছবিতে কাজ করেছেন। এছাড়াও অনেক মিউজিক ভিডিওর মাধ্যমে সকলের মন বারবার জয় করেছেন অভিনেত্রী।
 

Advertisement

POST A COMMENT
Advertisement