Saif Ali Khan Stabbed: এলোপাথাড়ি ছুরির কোপ, রক্তাক্ত সইফ তখন গোঙাচ্ছেন, ঠিক কী ঘটেছে?

Saif Ali Khan Health Update: পারিবারিক সূত্রের খবর, বাড়ির একটি পাইপ সইফের বেডরুম পর্যন্ত গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ওই পাইপ বেয়েই ঢুকে যায় দুষ্কৃতী। সইফের সন্তানের ন্যানি আওয়াজ পান, এক পরিচারিকার সঙ্গে ওই দুষ্কৃতীর বচসা হচ্ছে।

Advertisement
এলোপাথাড়ি ছুরির কোপ, রক্তাক্ত সইফ তখন গোঙাচ্ছেন, ঠিক কী ঘটেছে?সইফ আলি খান ও করিনা কাপুর
হাইলাইটস
  • কোথায় কতবার কোপানো হয়েছে সইফকে?
  • মুম্বই পুলিশ কী বলছে? 
  • সইফের উপর হামলার সময় করিনা কাপুর কোথায় ছিলেন?

Saif Ali Khan Stabbed: তখন রাত ২টো। হঠাত্‍ চিত্‍কার। সইফ আলি খানকে ছুরি দিয়ে কোপাচ্ছে এক ব্যক্তি। একাধিক বার কুপিয়ে সে পালিয়ে গেল। মাঝরাতে বাড়িতে ঢুকে কে হামলা করল, কেন হামলা করল, তা এখনও জানা যায়নি। লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেতা সইফ আলি খানকে রাত সাড়ে ৩টেয় হাসপাতালে ভর্তি করা হয় রক্তাক্ত অবস্থায়। তাঁর চিকিত্‍সায় মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। একটি অপারেশন হয়েছে। প্রতি মুহূর্ত মনিটর করা হচ্ছে। 

কোথায় কতবার কোপানো হয়েছে সইফকে?

লীলাবতী হাসপাতালের সিওও ডাক্তার নীরজ উত্তামনি জানিয়েছেন,বান্দ্রায়নিজের বাড়িতে রাত ২টো নাগাদ হামলার শিকার হয়েছেন সইফ। ভোর সাড়ে ৩টেয় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সইফকে মোট ৬ বার ছুরি দিয়ে কোপানো হয়েছে। এর মধ্যে দুবার শরীরের গভীরে কোপানো হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একটি কোপ সইফের মেরুদণ্ডের একেবারে কাছে রয়েছে, সেখানে গভীর ক্ষত। তাঁকে নিউরো সার্জেন ও  কসমেটিক সার্জেন অপারেশন করছেন।

মুম্বই পুলিশ কী বলছে? 

মুম্বই পুলিশ জানাচ্ছে, রাত ১টা নাগাদ এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি অভিনেতার বান্দ্রার বাড়িতে ঢোকে। এক পরিচারিকার সঙ্গে বচসা হয়। সইফ দু জনকে বুঝিয়ে বচসা থামানোর চেষ্টা করছিলেন। তখনই ওই ব্যক্তি ছুরি দিয়ে সইফকে কোপাতে শুরু করে। এখনও তদন্ত চলছে। অন্যদিকে বান্দ্রায় সইফের প্রতিবেশী অভিনেত্রী পূজা ভাট রীতিমতো উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখলেন, 'বান্দ্রায় আরও পুলিশ বাড়ানো হোক। আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।'

সইফের উপর হামলার সময় করিনা কাপুর কোথায় ছিলেন?

করিনা কাপুর ও সইফ আলি খানের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, হামলার সময় কিনা কাপুর ও তাঁর সন্তানরা বাড়িতেই ছিলেন। ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে ঢুকেছিল। সইফকে ছুরি মারার পর পালানোর সময় পরিবারের লোকেরা ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করেন, কিন্তু পালিয়ে যায়। অন্যদিকে সইফ তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন। 

Advertisement

চোর ঢুকল কী করে সইফের বাড়িতে?

পারিবারিক সূত্রের খবর, বাড়ির একটি পাইপ সইফের বেডরুম পর্যন্ত গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ওই পাইপ বেয়েই ঢুকে যায় দুষ্কৃতী। সইফের সন্তানের ন্যানি আওয়াজ পান, এক পরিচারিকার সঙ্গে ওই দুষ্কৃতীর বচসা হচ্ছে। সইফ ঘটনাস্থলেই গেলেই ওই ব্যক্তি ছুরি বের করে কোপাতে শুরু করে দেয় সইফকে।  

POST A COMMENT
Advertisement