বলিউড অভিনেত্রী হুমা কুরেশিAgenda Aajtak 2022- Huma Qureshi: 'মহারানি' ড্রামা সিরিজে বিহারের একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন হুমা কুরেশি। পুরুষশাসিত রাজনীতিতে নিজের জায়গা তৈরি করার জন্য লড়াই করা একজন অশিক্ষিত মহিলার এই চরিত্রটি ভারতীয় বিষয়বস্তুর একটি আইকনিক চরিত্র হয়ে উঠেছে। রানি ভারতি চরিত্রে হুমার অভিনয় যথেষ্ট প্রশংসিত। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে নায়িকাকে।
Agenda Aaj Tak 2022 মঞ্চে হুমা কুরেশি শেয়ার করলেন অনেক অজানা সিক্রেটস। দিল্লির তনয়া হুমার, বিহারের স্থানীয় ভাষা আয়ত্ত করতে কতটা বেগ পেতে হয়েছিল? উত্তরে অভিনেত্রী হেসে বললেন, 'এই কাজের জন্য টাকা দেয়।' হুমা বলেন, কীভাবে এই চরিত্রে অভিনয় করার জন্য, কেরিয়ার শেষ হওয়ার হুমকি দেওয়া হয়েছিল। হুমা আরও শেয়ার করলেন, 'আমি থিয়েটার করেছি, তাই উপভোগ করি। নায়িকারা গ্ল্যামারাস চরিত্রের অফার পান, কিন্তু ভিন্ন কিছু পেলে, সেটাই মজার।'
'মহারানি'-তে অভিনয় করার আগে তাঁর নিজের টিম তাঁকে বলেন যে, এই চরিত্রটি তাঁর কেরিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। হুমা বলেন, 'অনেকে আমায় না করেন কাজটা করার জন্য। এটাও বলেন যে, এটা করলে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। কারণ তিন জনের মায়ের চরিত্রে অভিনয় করা একজন নায়িকার জন্য ক্ষতিকর হতে পারে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়, শিশুদের অন্তত কমিয়ে দিন।'
হুমা কুরেশি যোগ করেন, অনেকে বুঝতে পারেননি যে তার (রানি ভারতী) বয়সও মাত্র ২৭ বছর এবং গ্রামের বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়। একবার হুমা, পরিচালক সুভাষ কাপুরের সঙ্গে কথা বলার কথাও ভেবেছিলেন। নায়িকা ভেবেছিলেন চিত্রনাট্যে রানি ভারতীর একটি মাত্র সন্তান রাখার কথা বলবেন। কিন্তু এরপর তিনি ভাবেন, 'আমি যদি এমন কিছু বলি, তাহলে এটা আমার নিজের কাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে'।
ইন্ডাস্ট্রিতে শরীর ও চেহারার নির্ধারিত নিয়ম ভাঙার বিষয়ে হুমা বলেন, 'একটি ধারণা আছে যে শুধুমাত্র একটি নির্দিষ্ট ধরনের মানুষই কেমেরার সামনে থাকার যোগ্য। আমাদের এমন রোল মডেল ছিল না, তাই আমি সেই শূন্যতা পূরণ করতে চাই। ইন্ডাস্ট্রিতে অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা কম পারিশ্রমিক পাওয়ার প্রশ্নে হুমা বলেন, 'এখন সবাই কথা বলতে শুরু করেছে। সমান কাজের জন্য সমান বেতন। যারা একই লেভেলে কাজ করছেন তাদেরও একই টাকা পাওয়া উচিত।'