Jawan Trailer: 'পাঠান'-এর মতোই 'জওয়ান'! ট্রেলার দেখে হলমুখী হবেন দর্শকরা?

Jawan Trailer: আগামী বৃহস্পতিবার শাহরুখ খানের 'জওয়ান' মুক্তি পাবে। ছবি মুক্তির মাত্র এক সপ্তাহ আগে, SRK এবং নির্মাতারা 'জওয়ান'-এর ট্রেলার রিলিজ করলেন। ট্রেলার দেখার পর, জওয়ান দেখতে যেন আরও বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ ফ্যানরা।

Advertisement
'পাঠান'-এর মতোই 'জওয়ান'! ট্রেলার দেখে হলমুখী হবেন দর্শকরা?মুক্তি পেল জওয়ানের ট্রেলার
হাইলাইটস
  • ছবি মুক্তির মাত্র এক সপ্তাহ আগে, SRK এবং নির্মাতারা 'জওয়ান'-এর ট্রেলার রিলিজ করলেন।
  • ট্রেলার দেখার পর, জওয়ান দেখতে যেন আরও বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ ফ্যানরা।
  • ভরপুর অ্য়াকশন এই ট্রেলারে। যদিও এর আগে প্রিভিউতেই অ্যাকশনের আভাস মিলেছিল।

Jawan Trailer: আগামী বৃহস্পতিবার শাহরুখ খানের 'জওয়ান' মুক্তি পাবে। ছবি মুক্তির মাত্র এক সপ্তাহ আগে, SRK এবং নির্মাতারা 'জওয়ান'-এর ট্রেলার রিলিজ করলেন। ট্রেলার দেখার পর, জওয়ান দেখতে যেন আরও বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ ফ্যানরা।

জওয়ানের ট্রেলার
'জওয়ান'-এর ট্রেলারের অপেক্ষায় ছিল বিশ্ব। অবশেষে তা মুক্তি পেল! ভরপুর অ্য়াকশন এই ট্রেলারে। যদিও এর আগে প্রিভিউতেই অ্যাকশনের আভাস মিলেছিল। ট্রেলার থেকে একটি বিষয় স্পষ্ট। খরচের কোনও কমতি রাখা হয়নি।

SRK-র ব্যারিটোন গলায় 'জওয়ান'-এর ট্রেলার শুরু হয়। একে একে শাহরুখের বেশ কিছু আলাদা আলাদা লুক দেখা যাচ্ছে এই ট্রেলারে। সিনেমায় শাহরুখের অ্যাকশন যে নজর কাড়বে, তা এই ট্রেলার থেকেই বোঝা যাচ্ছে। নয়নতারা একেবারে বস লেডির মতো ভূমিকায় রয়েছেন। অন্যদিকে দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় সেতুপতিও নজর কেড়েছেন। ট্রেলার ভিডিওতে দীপিক পাড়ুকোন, সান্যা মালহোত্রম, সুনীল গ্রোভার, প্রিয়মনি, সঞ্জিতা ভট্টাচার্য এবং লেহার খানকেও দেখা যাচ্ছে। দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্য। সত্যিই যেন গায়ে কাঁটা দেওয়ার মতো।

টুইটারে ট্রেলার শেয়ার করেছেন শাহরুখ খান। তিনি লিখেছেন, '৭ সেপ্টেম্বর ২০২৩-এ #Jawan হিন্দি, তামিল এবং তেলেগু  ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।'

এর আগে ২৫ অগাস্ট জওয়ানের নতুন মোশন পোস্টার রিলিজ হয়েছিল৷  

Jawan এখনও পর্যন্ত শাহরুখ খানের সবচেয়ে বড় বাজেটের ছবি
চলতি বছরে শাহরুখ খানের দ্বিতীয় ছবি 'জওয়ান'। অ্যাটলির পরিচালিত এই সিনেমাই এখনও পর্যন্ত শাহরুখ খানের সবচেয়ে বেশি বাজেটের ছবি। একাধিক রিপোর্ট অনুযায়ী জওয়ানের বাজেট প্রায় ৩০০ কোটি টাকার। এর আগে পাঠানেরও বাজেট ছিল ২৫০ কোটি টাকা। 

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জওয়ান।

POST A COMMENT
Advertisement