Jaya Bachchan : 'বিয়ে এখন পুরোনো ধারণা', বলছেন জয়া বচ্চন, চান না নাতনি নব্যা বিয়ে করুক

এখনকার দিনে সামাজিক রীতিনীতি ও অভিভাবকত্বের ধারণা কতটা বদলে গিয়েছে সেই প্রসঙ্গেও নিজের মনোভাব ব্যক্ত করেন জয়া। তাঁর দাবি, মেয়েদের কীভাবে সন্তান লালন-পালন করা উচিত সেই বিষয়ে তাঁর মতামত দেওয়া একন ঠিক হবে না।

Advertisement
'বিয়ে এখন পুরোনো ধারণা', বলছেন জয়া বচ্চন, চান না নাতনি নব্যা বিয়ে করুক  Jaya Bhaduri Bachchan
হাইলাইটস
  • এবার বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন
  • বিবাহ আসলে প্রাচীনপন্থী বিষয়, পুরোনো ধারণা, এমনটাই মত অমিতাভ বচ্চনের স্ত্রী

এবার বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন। বিবাহ আসলে প্রাচীনপন্থী বিষয়, পুরোনো ধারণা, এমনটাই মত অমিতাভ বচ্চনের স্ত্রী। তিনি সাফ জানান, নাতনি নব্যার বিয়ে হোক, এটা তিনি চান না। 

মুম্বইয়ে একজন সাংবাদিকের সঙ্গে কথোপকথনের সময় জয়া বচ্চনকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। জয়া বচ্চনদের জমানায় একটা পছন্দ নিয়েই থাকতে হতো মেয়েদের। তিনি কি এখনও মনে করেন যে তাঁর নাতনি নব্যা বা এই জেনারেশনের  সেই পথেই চলা উচিত? উত্তরে অভিনেত্রী বলেন, 'আমি চাই না নব্যা বিয়ে করুক।' এও জানান, তিনি মনে করেন বিয়ের ধারণা অনেক পুরোনো হয়ে গেছে। বিবাহ নামক প্রতিষ্ঠানটি এখন দুর্বল। 

এখনকার দিনে সামাজিক রীতিনীতি ও অভিভাবকত্বের ধারণা কতটা বদলে গিয়েছে সেই প্রসঙ্গেও নিজের মনোভাব ব্যক্ত করেন জয়া। তাঁর দাবি, মেয়েদের কীভাবে সন্তান লালন-পালন করা উচিত সেই বিষয়ে তাঁর মতামত দেওয়া একন ঠিক হবে না। কারণ তাঁর বয়স বেড়েছে। এছাড়া আজকালকার বাচ্চারাও অনেক বেশি বুদ্ধিমান। তারা এগিয়ে থাকে। 

এই জেনারেশনের ছেলে-মেয়েদের প্রশংসা করে জয়া তাঁর নাতনির উদাহরণ দিতে গিয়ে বলেন, 'আমি তো এখন দিদা। নব্যা তো আর কিছুদিনের মধ্যে ২৮ বছরের হবে। আজকালকার বাচ্চারা অনেক বেশি পোক্ত। তাদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমার বয়স বেশি। আসলে পরিস্থিতি বদলে গিয়েছে। আজকের বাচ্চারা অনেক বেশি বুদ্ধিমান। তারা তো এখন বড়দেরও ছাড়িয়ে যায়।' 

সম্পর্ক নিয়ে বাছবিচারের সঙ্গে এগোনোর যে পক্ষে তিনি নন, তাও সাফ করে দেন অভিনেত্রী। তিনি বলেন, 'সম্পর্কের জন্য আইনি স্ট্যাম্পের কোনও প্রয়োজন নেই। আমি জানি না ঠিক। তবে দিল্লির লাডু খেলেও মুশকিল আবার না খেলেও। তবে জীবনটা উপভোগ করা উচিত।' 

প্রসঙ্গত, পাপারাৎজিদের নিয়ে কেন বিরক্ত থাকেন তা নিয়ে সম্প্রতি মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন জয়া বচ্চন। পাপারাৎজিদের নোংরা বলে আক্রমণ করেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্য অবমাননাকর বলে দাবি করেছিলেন অনেকে। সেই বিতর্ক কাটতে না কাটতেই এবার বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement