Kabir Suman Remembers K K: প্রয়াত শিল্পী কে কের স্মরণে নিজের বিখ্যাত গানের কথা পাল্টে দিলেন কবীর সুমন। নয়া গান তিনি ফেসবুকে পোস্ট করেছেন। তিনি নতুন সেই গান গেয়েছেন। তার ভিডিও পোস্ট করেছেন। যেন 'এ তুমি কেমন তুমি' গানের আদলেই 'এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে' বানিয়েছেন তিনি।
ঘটনাচক্রে 'এ তুমি কেমন তুমি' গানটি শিল্পী রূপঙ্কর বাগচীর গলায় তুমুল জনপ্রিয় হয়েছিল। এবং রূপঙ্কর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। আবার এই প্রসঙ্গে আরও একটি কথাও চলে আসে। তা হল রূপঙ্কর কে কে সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন। যা নিয়ে তুমুল বিকর্ত হয়েছিল। পরে রূপঙ্কর ক্ষমা চেয়ে নেন।
ফেসবুকে তিনি লিখেছেন এবং গেয়েছেন-
"এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে
জেনে নাও কৃষ্ণকুমার এ-গান তোমায় ভালবাসে।
তোমাকে চিনতাম না জানতাম না তুমি এমন
আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন
শেষ গান গাইছ মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার পাশে -
এসেছো আগেও তুমি হয়তো হয়ে ছদ্মবেশী
কোনও এক জন্মে তুমি ছিলে আমার প্রতিবেশী।
এ শহর তোমারও ঘর তোমার শহর তোমার মাটি
বাংলার লক্ষ ছেলেমেয়ের বুকে তোমার ঘাঁটি
ফিরবে তাদের কাছেই যেমন স্মৃতি ফিরে আসে।।"
আরও পড়ুন: 'ঠাকুরঘর সে প্রসাদ লেনে আয়ে হ্য়ায়,' শান্তিনিকেতনে বলেছিলেন লতা
আরও পড়ুন: বিধাননগরের মন-জয়ে আমির-উত্তমদের নিয়ে CPIM-এর পোস্টার
আরও পড়ুন: ইসলামপুর চকে এবার ৬০ শিবের পুজো, গত বার ছিল ১৫০
কে কের মৃত্যু নিয়ে সুমন বলেছিলেন
রূপঙ্কর-বিতর্কে মুখ খুললেন শিল্পী কবীর সুমন। বৃহস্পতিবার তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। সেখানে শিল্পী কে কের অকাল মৃত্যু নিয়ে আক্ষেপ করেছেন। তবে তিনি কোনও লড়াই-ঝগড়া চান না।
কবীর সুমন ফেসবুকে লিখেছিলেন-
"রূপংকরের কথায় ওরেব্বাস
কেউ দেয় গাল কেউ রেগে খানখান
সন্ধ্যাকে লাথি মারল যখন কেউ
কেঁদেছিল একা বাংলাভাষার গান।
আমার চেয়েও কুড়ি বছরের ছোট
আমারই তো কথা তোমার আগেই যাওয়া
কিসের যে এতো তাড়া ছিল ছেলেটার
কাল হলো গান কাল হলো গান গাওয়া।
রূপংকরের কথায় রাগোনি জানি
বুঝেছ ছেলের অসহায় অভিমান
পরের জন্মে ফিরে এসো নজরুলে
গাইবে দুজনে তাঁরই বাংলা গান।।"
কে কে বয়সে তাঁর থেকে অনেকটাই ছোট। সে কথাই মনে করিয়ে দিয়েছেন কবীর সুমন। তিনি কোনও লড়াই চান না। পরের জন্মে কে কে ফিরে এসে একসঙ্গে সবাই গান করবেন, এটাই চান সুমন।
কলকাতায় প্রয়াত কে কে
৩১ ম, মঙ্গলবারা রাতে কলকাতায় প্রয়াত হন শিল্পী কে কে। তিনি এখানে এসেছিলেন গানের অনুষ্ঠানে যোগ দিতে। ওইদিন নজরুল মঞ্চ কনসার্টের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া এক বেসরকারি হাসপাতালে।
তবে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে রাতেই অসংখ্য অনুরাগী ভিড় জমিয়েছিলেন সেখানে। বুধবার (১ জুন) কলকাতার রবীন্দ্র সদনে রাজ্য সরকার গান স্য়ালুটে তাঁকে সম্মান জানান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে।