
বি-টাউন স্টার কিডদের মধ্যে বেশ জনপ্রিয় নাইসা দেবগন। কাজল ও অজয় দেবগন কন্যাকে নিয়ে দর্শক তথা নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। অনেকেরই প্রশ্ন, অন্যান্য তারকা সন্তানদের মতো কবে তিনি বলিউডে পা রাখবেন? এই নিয়ে নানা জল্পনা- গুঞ্জনও ছড়ায়। তবে এবার কাজল স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে, তাঁর মেয়ে নিসা চলচ্চিত্র জগতে প্রবেশ করবেন না।
তারকা সন্তান মানেই তাঁদের নিয়ে বহু কাটাছেঁড়া হয়। তাঁদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। কার জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকা ও তাঁদের সন্তানদের ব্যক্তিগত জীবনের দিকে অনেকের নজর থাকে। কাজল জানিয়েছেন, তাঁর মেয়ে বলিউডে কাজ করবেন না। এর কারণ হিসেবে সমালোচনার কথা উল্লেখ করেছেন অভিনেত্রী। স্বজনপোষণ নিয়ে সমালোচনার কথা উল্লেখ করেছেন তিনি।
ইটাইমসের সঙ্গে এক কথোপকথনের সময় কাজল নিশ্চিত করেছেন, নাইসা চলচ্চিত্র জগতে প্রবেশ করবে না। তিনি বলেন, "নাইসা অভিনয় করবে না। ওঁর বয়স ২২ বছর। ও নিজের মন স্থির করেছে যে,এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবেন না।" সাক্ষাৎকারে স্বজনপোষণ নিয়ে বিতর্ক সম্পর্কেও মুখ খোলেন কাজল।
অভিনেত্রী বলেন, "চলচ্চিত্র জগতে প্রবেশ করলে বোঝা যায় এর সুবিধা এবং অসুবিধা উভয় দিকই রয়েছে। সব সময় জাজ করা হবে।" তিনি যোগ করেন, "কিছু লোক তিক্ত কথা বলবে, কেউ বোকামি বলবে অথবা কেউ কেউ ভীতিকর কথা বলবে। কিন্তু এটি আপনার বৃদ্ধি এবং যাত্রার অংশ। প্রত্যেককেই এর মুখোমুখি হতে হবে। এটি এড়ানোর কোনও বিকল্প নেই।"
প্রসঙ্গত, ১৯৯৪ সালে 'গুন্ডারাজ' ছবির শ্যুটিং চলাকালীন ডেটিং শুরু করেন অজয় দেবগন ও কাজল। এরপর ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন জুটি। বিয়ের বছর চারেক পরে ২০০৩ সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান নাইসার। এরপর ২০১০ কাজল দ্বিতীয়বার মা হন। এবার তারকা জুটির পরিবারে আসে পুত্র সন্তান। কাজল অজয়ের ছেলের নাম যুগ।