Karan Johar Children: যমজ সন্তানদের বয়স ৮, এখনও মায়ের কথা অজানা! কেন সত্যি গোপন রেখেছেন করণ?

Karan Johar Family: স্টার কিডসদের লঞ্চ করা থেকে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে, চর্চায় থাকেন করণ। এবার নিজের সন্তানদের নিয়ে কথা বলে আলোচনায় বলিউড পরিচালক- প্রযোজক।  

Advertisement
সন্তানদের বয়স ৮, এখনও মায়ের কথা অজানা! কেন সত্যি গোপন রেখেছেন করণ? সন্তানদের সঙ্গে করণ

শিরোনামে থাকেন করণ জোহর। তাঁর স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে নতুন কাজ, সবই থাকে চর্চায়। স্টার কিডসদের লঞ্চ করা থেকে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে, চর্চায় থাকেন করণ। এবার নিজের সন্তানদের নিয়ে কথা বলে আলোচনায় বলিউড পরিচালক- প্রযোজক।  

২০১৭ সালে সারোগেসির সাহায্যে যমজ সন্তান এসেছিল করণের ঘরে। এক কন্যা ও এক পুত্র সন্তানের বাবা তিনি। সন্তানদের একাই বড় করছেন করণ। ছেলে- মেয়েকে মা ও বাবা দু'জনের ভালোবাসা দেন তিনি। সম্প্রতি  একটি পডকাস্টে এসে তিনি বলেন, নিজের সন্তানদের জন্মের কী ব্যাখ্যা দিয়েছেন?

করণ জোহর বলেন, "আমি আগে ওদের কাব্যিক ভঙ্গিতে বলেছিলাম যে তোমরা দুজনেই 'বাবার হৃদয়' থেকে এসেছো। কিন্তু পরে আমার মেয়ে জীবনবিজ্ঞান বুঝতে পেরে বলেছিল যে, এটা সম্ভব নয়। 'সন্তান কারও গর্ভ থেকে আসে।' এর চেয়ে বেশি কিছু জিজ্ঞাসা করেনি আমায় এখনও। ছোটবেলা থেকেই, ওরা দু'জনেই আমার মাকে 'মা' বলে ডাকে। যদিও ওরা বোঝে যে, আমার মা ওদের চেয়ে অনেক বড় এবং তিনি আসলে ঠাকুমা।" 

পরিচালক যোগ করেন, "আমার সন্তানদের বয়স এখন ৮ বছর এবং জন্ম সম্পর্কে আমার সঙ্গে ওদের এখনও সরাসরি কোনও কথা হয়নি। তবে আমার মনে হয়, ওরা সবটা বুঝতে শুরু করেছে। সত্যি সম্পর্কে কিছুটা অবগত। আমার মনে হয় শীঘ্রই সেই দিন আসছে, যখন আমি ওদের সম্পূর্ণ সততার সঙ্গে সব কিছু বলব। আমি তাদের পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করব। আমি বলব যে আমি আমার সিদ্ধান্তের জন্য গর্বিত।" 

করণের কথায়, "আমার সন্তানদের কখনও ভালোবাসার অভাব হয়নি। আমি ওদের ততটা ভালোবাসা দিয়েছি, যতটা বাবা-মা একসঙ্গে তাদের সন্তানদের দেন। আমার মা এবং আমি একসঙ্গে এটি করেছি। আশা করি ওদের এটি বোঝার এবং গ্রহণ করার ক্ষমতা থাকবে এবং এটা বোঝা হিসাবে নিজের উপর নেবে না।" 

Advertisement

প্রসঙ্গত, করণ জোহরের সর্বশেষ পরিচালনা ছিল ২০২৩ সালে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে জুটি বেঁধেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। মাঝে একাধিক ছবি প্রযোজনা করেছেন তিনি। 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন করণ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া এই ছবিটি সুপারহিট হয়।  


 

POST A COMMENT
Advertisement