শিরোনামে থাকেন করণ জোহর। তাঁর স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে নতুন কাজ, সবই থাকে চর্চায়। সম্প্রতি বি-টাউনে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন পাস্টিক সার্জারি করিয়েছেন পঞ্চাশোর্ধ পরিচালক- প্রযোজক? এবার সকলের এই প্রশ্নের উত্তর দিলেন ফারহা খান। কোরিওগ্রাফার-পরিচালক ফারহা এবং করণের বন্ধুত্ব কতটা গভীর সে বিষয়ে সকলেই অবগত। তাঁদের মজার ভিডিওগুলি নেটিজেনরা দারুণ পছন্দ করেন। সম্প্রতি, ফারহা করণের প্লাস্টিক সার্জারি নিয়ে নিজের ভ্লগে কথা বলেছেন।
করণের কি অস্ত্রোপচার হয়েছে?
গত কয়েকদিন ধরেই করণ বেশ আলোচনায় রয়েছেন। তাঁর একটি র্যাম্প ওয়াকের ভিডিওও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে অত্যন্ত ফিট দেখাচ্ছিল। করণ ৫২ বছর বয়সী। তাই তাঁর অসাধারণ রূপান্তর সকলকেই অবাক করেছে। অনেকেই ভাবতে শুরু করেন যে, করণ কসমেটিক সার্জারির সাহায্যে তাঁর চেহারা পরিবর্তন করেছেন। এই নিয়ে নেটমাধ্যমেও আলোচনা চলছে। তবে ফারহা জানান, এই চর্চাটি একেবারেই সঠিক নয়। মজা করেই একটি ভিডিও শেয়ার করেন তিনি।
ফারহার ভ্লগে স্পেশাল চকো ফাজ বানান দেখান করণ। শেয়ার করেন স্পেশাল রেসিপি। সেসময় ফারহা মজা করেই করণকে জিজ্ঞেস করেন, 'তোমার কী মনে হয়, বলিউডে কে মাখনের মতো মুখ গলিয়ে পরিবর্তন করেছে?' উত্তরে করণ বলেন, 'কে করেনি?' যার অর্থ সকলেরই করেছেন। এর পর করণ যোগ করেন, তিনি এখনও তাঁর মুখে কোনও রূপান্তর করাননি, তাঁর সৌন্দর্য প্রাকৃতিক। একথা শুনে ফারহা ফের মজা করেই বলেন, 'আমরা বুঝি তুমি তোমার মুখ স্পর্শ করনি। অন্য কেউও করেনি।'
প্রসঙ্গত, করণ জোহর সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর নতুন ছবির ঘোষণা করেছেন। এর আগে তিনি অভিনেতার সঙ্গে 'দোস্তানা ২' করার ঘোষণা করেন। কিন্তু কিছু সমস্যার কারণে তা স্থগিত হয়ে যায়। 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি' শিরোনামের এই ছবিতে কার্তিকের বিপরীতে থাকবেন জাহ্নবী কাপুর।