Kareena Pregnancy : 'জনসংখ্যা বাড়াতে আগেই ভূমিকা রয়েছে সইফের', প্রেগন্যান্সি জল্পনায় করিনার জবাব

ইনস্টা স্টেটাসে একটি পোস্টে করিনা জানিয়েছেন যে তিনি গর্ভবতী নন। তিনি সরাসরি জানান, এটা পাস্তা ও ওয়াইনের প্রভাব। তিনি গর্ভবতী নন। সইফ বলেন, দেশের জনসংখ্যা বাড়াতে তিনি ইতিমধ্যেই যথেষ্ট অংশ নিয়েছেন। 

Advertisement
'জনসংখ্যা বাড়াতে আগেই ভূমিকা রয়েছে সইফের', প্রেগন্যান্সি জল্পনায় করিনার জবাবসইফ আলি খান ও করিনা কপুর খান
হাইলাইটস
  • করোনার প্রেগন্যান্সি জল্পনা
  • সোশ্যাল মিডিয়ায় জবাব অভিনেত্রীর
  • ওড়ালেন গর্ভবতী হওয়ার জল্পনা

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী করিনা কপুর খানকে (Kareena Kapoor Khan) নিয়ে চলছে জোর আলোচনা। মনে করা হচ্ছে, ফের একবার গর্ভবতী হয়েছেন করিনা। এই জল্পনা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ফ্যানেদের মনে উঠতে শুরু করেছে বিভিন্ন প্রশ্ন। এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ করিনা। 

ইনস্টা স্টেটাসে একটি পোস্টে করিনা জানিয়েছেন যে তিনি গর্ভবতী নন। তিনি সরাসরি জানান, এটা পাস্তা ও ওয়াইনের প্রভাব। তিনি গর্ভবতী নন। সইফ বলেন, দেশের জনসংখ্যা বাড়াতে তিনি ইতিমধ্যেই যথেষ্ট অংশ নিয়েছেন। 

করিনার পোস্ট
করিনার পোস্ট

করিনা বক্তব্যের পরে এই বিষয়ে সমস্ত জল্পনার অবসান তো ঘটেছে, কিন্তু প্রশ্ন হল, এই খবর ভাইরাল হল কীভাবে? আসলে লন্ডনে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন করিনা। সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবিও শেয়ার করেন তিনি। তারমধ্যেই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কারণ সেই ছবিতে বেবি বাম্পের মতো কিছু একটি দেখা গিয়েছিল। আর সেই ছবি দেখেই ভক্তদের মনে হতে থাকে যে ফের হয়ত গুড নিউজ দিতে চলেছেন করিনা কপুর খান। 

বর্তমানে দুই সন্তানকে নিয়ে লন্ডনে সময় কাটাচ্ছেন করিনা। একেবারে মজা করার মুডেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। প্রসঙ্গত, এবার আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবিতে দেখা যাবে করিনা কপুর খানকে। এখন সেই ছবিরই অপেক্ষায় তাঁর ভক্তরা। 

আরও পড়ুনপ্রতিদিন খান ৫-৬ পিস খেজুর, কোলেস্টেরল-সহ বহু রোগের চুটকিতে সমাধান

 

POST A COMMENT
Advertisement