প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার জনপ্রিয় গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati) দর্শকদের মুগ্ধ করে আসছে। সঞ্চালক অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সকল প্রতিযোগীদের অনবরত সাহস জোগান। তবে হঠাৎ গুঞ্জন, 'কেবিসি'-র সিজন ১৭ তে নাকি থাকছেন না বিগ বি। সেই সঙ্গে ছড়িয়েছে আরও একটি খবর নিয়ে।
এবার নাকি অমিতাভের জায়গা জায়গায় সলমন খানকে দেখা যাবে। ইতিমধ্যেই নাকি নির্মাতারা সলমনের সঙ্গে কথা বলেছেন। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই বিরাট চর্চা শুরু হয়েছে। তাহলে কি এবার অমিতাভের জায়গা নেবেন সলমন?
সোনি টিভির ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন যে খবরটি সম্পূর্ণ গুজব। তিনি বলেন, 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে অমিতাভ বচ্চনের জায়গায় সলমন খান আসছেন না। সূত্র অনুসারে, 'কেবিসি' ১৭-র সঞ্চালক পরিবর্তনের বিষয়ে কোনও আলোচনা হয়নি । খুব অদ্ভুত যে, এই ধরণের খবর আসছে। 'বিগ বি'-কে শো থেকে সরানোর কোনও সম্ভাবনা নেই।"
'কৌন বনেগা ক্রোড়পতি'-র নতুন সিজনের প্রচারমূলক ভিডিও ও পোস্টারে অমিতাভ বচ্চন রয়েছেন। জানা যাচ্ছে, শীঘ্রই প্রোমোর শ্যুটিংও করবেন তিনি। এই সিজনটি জুলাই মাসে শুরু হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে অগাস্টের প্রথম সপ্তাহ থেকে সম্প্রচারিত হবে 'কেবিসি'-র সিজন ১৭।
প্রসঙ্গত, শুরু থেকেই হিন্দি টেলিভিশনের জনপ্রিয় গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-র সঙ্গে অমিতাভ যুক্ত রয়েছেন। এখন পর্যন্ত 'কেবিসি'-র ১৬টি সিজন সম্প্রচারিত হয়েছে। যার মধ্যে শুধু সিজন ৩ -তে 'বিগ বি' সঞ্চালনা করেননি। ২০০৭ সালে এই সিজনে সঞ্চালক রূপে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। যদিও দর্শক তাঁকে পছন্দ করেননি।