Ranbir Kapoor: সৌরভ নয়, এই কিংবদন্তী সুপারস্টারের বায়োপিকে কাজ করবেন রণবীর

লভ রঞ্জনের পরবর্তী ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পেতে চলেছে আগামী ৮ মার্চ। আর সেই ছবির প্রচারেই কলকাতায় ঝটিকা সফর সেরে গেলেন রণবীর কাপুর। আর শহরে এসে তিনি জানালেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নয়, বরং কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করবেন ব্রহ্মাস্ত্র অভিনেতা।

Advertisement
সৌরভ নয়, এই কিংবদন্তী সুপারস্টারের বায়োপিকে কাজ করবেন রণবীররণবীর কাপুর ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • লভ রঞ্জনের পরবর্তী ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পেতে চলেছে আগামী ৮ মার্চ
  • আর সেই ছবির প্রচারেই কলকাতায় ঝটিকা সফর সেরে গেলেন রণবীর কাপুর
  • আর শহরে এসে তিনি জানালেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নয়, বরং কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করবেন ব্রহ্মাস্ত্র অভিনেতা।

লভ রঞ্জনের পরবর্তী ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পেতে চলেছে আগামী ৮ মার্চ। আর সেই ছবির প্রচারেই কলকাতায় ঝটিকা সফর সেরে গেলেন রণবীর কাপুর। আর শহরে এসে তিনি জানালেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নয়, বরং কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করবেন ব্রহ্মাস্ত্র অভিনেতা। 

কিশোর কুমারের বায়োপিকে কাজ করবেন রণবীর কাপুর
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করবেন রণবীর কাপুর। এমনকী অনেক সংবাদমাধ্যমের পক্ষ থেকে এটা নিশ্চিত খবর বলেও চালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার কলকাতায় এসে স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেতা যে তিনি সৌরভের বায়োপিকে কাজ করছেন না। যদিও মহারাজের প্রথম পছন্দ ছিল রণবীর কাপুর। তবে কলকাতায় এসে রণবীর কাপুর জানান যে তিনি সৌরভের বায়েপিকে কাজ করার কোনও প্রস্তাব পাননি। এখানে এসে দাদার সঙ্গে দেখা করে তাঁর ভালো লেগেছে। তবে তারই সঙ্গে রণবীর এও জানিয়েছেন যে তিনি কিশোর কুমারের বায়োপিকে নিয়ে কাজ করছেন এখন।  

কলকাতায় রণবীর কাপুর

আরও পড়ুন: বায়োপিকে অভিনয়ের প্রস্তাবই পাননি রণবীর, তাহলে সৌরভের চরিত্রে কে?

 

কিশোর কুমারের বায়োপিক
প্রসঙ্গত, কিশোর কুমারের বায়োপিক যে তৈরির পথে তা জানিয়েছিলেন তাঁর পুত্র অমিত কুমার। প্রসঙ্গত, প্রথমে এই বায়োপিক তৈরি করার কথা ছিল পরিচালক অনুরাগ বসুর। এছাড়া সুজিত সরকারের নামও শোনা যায়। কিন্তু আপাতত দুই পরিচালকই এই প্রজেক্ট থেকে সরিয়ে দাঁড়িয়েছে। তাই এই বায়োপিকের পরিচালনার দায়িত্ব কে পাচ্ছেন এখনও কিছুই জানা যায়নি। তবে কিশোর কুমারের ভূমিকায় যে রণবীর কাপুরকে দেখা যাবে এটা এখন আপাতত নিশ্চিত। 

কলকাতায় দাদার সঙ্গে রণবীর

 

আরও পড়ুন: সৌরভের বায়োপিক নিয়ে বড় খবর, অভিনয় করছেন না রণবীর কাপুর

একই প্রোডাকশন হাউজ সৌরভ-রণবীরের সিনেমার
রণবীর কাপুর তাঁর সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার প্রচারের জন্য কলকাতায় আসেন। আসলে রণবীরের নতুন ছবির প্রযোজনা হাউজ আর সৌরভের বায়োপিকের প্রোডাকশন হাউসও একই। সৌরভের বায়োপিক প্রোডাকশনের দায়িত্বে রয়েছে লভ রঞ্জন প্রোডাকশন। তাদের পরবর্তী ছবি 'তু ঝুটি মে মক্কার'। প্রোডাকশন হাউজের উদ্যোগে কলকাতায় প্রমোশনের জন্যই সৌরভের সঙ্গে রণবীরের এই সাক্ষাৎ বলে খবর। রবিবার সৌরভের সঙ্গে এসে প্রীতি ম্যাচও খেলেন রণবীর কাপুর। তিনি বলেন, সৌরভের সঙ্গে 'দাদার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে পারা ভাগ্যের ব্যাপার।'রবিবার কলকাতা এসে রণবীর আরও কয়েকটি জায়গায় প্রমোশনের কাজ করবেন বলে জানা গিয়েছে। এই সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement