scorecardresearch
 

KK Best Songs: 'ছোটি সি হ্যায় জিন্দেগি...' কেকে-র সেরা ১৫ গান সকলের মনে থাকবে আজীবন

KK Top 15 Songs: ভারতীয় চলচ্চিত্রর অন্যতম বহুমুখী গায়ক ছিলেন কেকে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং বাংলা সহ বেশ কয়েকটি ভাষায় গান রেকর্ড করেছেন তিনি। সঙ্গীতশিল্পীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র সাংস্কৃতিক জগতে।

Advertisement
সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে (ছবি: ফেসবুক) সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে (ছবি: ফেসবুক)

মঙ্গলবার কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে (KK) ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠান হওয়ার পর মৃত্যু হয় তাঁর। নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে,মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মৃত্যুকালে সঙ্গীতশিল্পীর বয়স হয়েছিল ৫৩ বছর। সঙ্গীতশিল্পীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র সাংস্কৃতিক জগতে। 

ভারতীয় চলচ্চিত্রর অন্যতম বহুমুখী গায়ক ছিলেন কেকে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং বাংলা সহ বেশ কয়েকটি ভাষায় গান রেকর্ড করেছেন তিনি। সঙ্গীতশিল্পীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র সাংস্কৃতিক জগতে। এক নজরে দেখে নিন শিল্পীর সেরা পনেরো গান।

কেকে-র সেরা পনেরো গান (Top 15 Songs of KK)

* তড়প তড়প কে ইস দিল সে (Tadap Tadap Ke Is Dil Se)

* ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল (Yaad Ayenge Yeh Pal) 

* ইয়ারো দোস্তি (Yaaron Dosti)

* লবো কো (Labon Ko)

* অলভিদা (Alvida)

* আঁখো মেরি তেরি (Aankhon Mein Teri)

* দিল কিউ ইয়ে মেরা শোর করে (Dil Kyun Yeh Mera Shor Kare)

* জারা সা দিল ম্যায় (Zara Sa Dil Mein)

* ও মেরি জান (O Meri Jaan )

* তু আশিকি হ্যায় (Tu Aashiqui Hai)

* তুহি মেরি সব হ্যায় (Tuhi Meri Shab Hai)

Advertisement

* তুঝে সোচটা হু ম্যায় (Tujhe Sochta Hoon)

* দিল ইবাদত (Dil Ibaadat)

* বিতে লমহে (Beete Lamhein)

* খুদা জানে (Khuda Jaane​​​​​​​)

১৯৯৯ সালে প্রথম প্রকাশিত হয় কেকের একক অ্যালবাম 'পল'। প্রথম অ্যালবামেই বিপুল জনপ্রিয়তা পান কে কে।  অ্যালবামের টাইটেল ট্র্যাকটি মানুষের মুখে মুখে ফিরতে শুরু করে। ওই বছরই 'হাম দিল দে চুকে সনম' ছবিতে 'তরপ তরপ' গানটি তাঁর পায়ের তলার মাটি শক্ত করে দেয় বলিউডে। যদিও তাঁর ২ বছর আগে, অর্থাৎ ১৯৯৭ সালেই  এ আর রহমানের হাত ধরে প্রথম প্লে ব্যাকে সুযোগ পান তিনি।

Advertisement