মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'লক্ষ্মী বম্ব' ছবির ট্রেলার। অভিনেতা নিজে ট্যুইট করে শেয়ার করেছেন ট্রেলারটি। কমেডি - হরর ধর্মী এই ছবিতে শাড়ী পরিহিত লক্ষ্মী ওরফে অক্ষয় কুমার ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মনে। ট্রেলার মুক্তির সাত ঘণ্টার মধ্যেই ইউটিউবে ট্রেইলারটি ৩,৭০০,৯১৬ জন দেখেছেন এবং কমেন্ট করেছেন ৫২,০২২ জন। বহু পরিবর্তনের পর শেষমেশ ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখ। ছবিতে একটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানি কেও।
চলতি বছরে বিনোদন জগতেও অতিমারী বিস্তর প্রভাব ফেলেছে। বলিউডও পিঁছিয়ে নেই সেই তালিকায়।বারবার পিঁছিয়ে যাচ্ছিল লক্ষ্মী বম্ব মুক্তির তারিখ। গত ৯ সেপ্টেম্বর, অক্ষয় কুমারের জন্মদিনের দিন কথা ছিল ছবিটি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে।
কিন্তু সেই প্ল্যান হঠাৎ বদলে ফেলেছিলেন ছবির পরিচালক রাঘব লরেন্স। জল্পনা ছিল সম্প্রতি বলিউডের উপর আসা সোশ্যাল মিডিয়ায় স্বজনপোষণের ঝড় এড়ানোর জন্যেই টীমের এই সিদ্ধান্ত। তবে কী সত্যি ভয় পেয়েছিলেন অক্ষয়? উঠে এসেছে আসল তথ্য।
শোনা যাচ্ছে ছবির টেকনিকাল কিছু কারণেই আসলে পিঁছিয়েছিল লক্ষ্মী বম্ব-র মুক্তির দিন। ফাইনাল এডিটিং-র পর ক্লাইম্যাক্স সিনের জন্যে আরো কিছু শটের প্রয়োজন পড়েছিল।এছাড়াও হরর ছবির অনেকটা জায়গা জুড়ে থাকে গ্রাফিক্সের কাজ। সেই সমস্থ কাজ যাতে নিখুঁত হয়, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন লরেন্স।
Jahan kahi bhi hain, wahi ruk jaayyein aur taiyyaar ho jaayyein dekhne #LaxmmiBomb ka trailer, kyunki barasne aa rahi hai Laxmmi! #LaxmmiBombTrailer out now. #YeDiwaliLaxmmiBombWali! 💥
— Akshay Kumar (@akshaykumar) October 9, 2020
#FoxStarStudios #DisneyPlusHotstarMultiplex @advani_kiara @offl_Lawrence pic.twitter.com/oJM6YljkBX
প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসেই শেষ হয়ে গিয়েছিল ছবির শুটিং। কিন্তু এর আগেও ফেব্রুয়ারি মাসে বেশ কিছু সিন দ্বিতীয়বার শুট করা হয়। ছবির পরিচালক ও টিম যে খুবই খুঁতখুঁতে তা বোঝাই যাচ্ছে।
দক্ষিণী ছবি ‘মুনি ২ঃ কাঞ্চনা’-র রিমেক ‘লক্ষ্মী বম্ব’ - র পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকরা মুখিয়ে ছিলেন ছবির জন্যে। শুক্রবার শেষমেশ মুক্তি পেল ছবির ট্রেলার। আগামী ৯ নভেম্বর ওটিটি মুক্তি পাবে লক্ষ্মী বম্ব।