Mahesh Pooja Liplock- Rahul: পূজার সঙ্গে মহেশের বিতর্কিত লিপলকের প্রভাব পড়েছিল ছেলের ওপর, রাহুল বললেন...

Bollywood Gossips: সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তাঁরা। নয়ের দশকে তুমুল বিতর্ক হয় এই শ্যুট নিয়ে। চর্চা আরও বাড়ে, যখন এক সাক্ষাৎকারে মহেশ বলেন, মেয়ে পূজাকে বিয়ে করতে চান তিনি। বহু কটাক্ষের শিকার হতে হয় তাঁদের।

Advertisement
পূজার সঙ্গে মহেশের বিতর্কিত লিপলকের প্রভাব পড়েছিল ছেলের ওপর, রাহুল বললেন...  পূজা- মহেশ ও রাহুল

মেয়ে পূজা ভাটের সঙ্গে লিপলক ফটো শ্যুট করেছিলেন মহেশ ভাট। নয়ের দশকে এই ম্যাগাজিনের কভার শ্যুটের পরে শিরোনামে আসেন তাঁরা। সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তাঁরা। নয়ের দশকে তুমুল বিতর্ক হয় এই শ্যুট নিয়ে। চর্চা আরও বাড়ে, যখন এক সাক্ষাৎকারে মহেশ বলেন, মেয়ে পূজাকে বিয়ে করতে চান তিনি। বহু কটাক্ষের শিকার হতে হয় তাঁদের।
  
এই বিতর্ক মহেশের বড় ছেলে রাহুল ভাটকে প্রভাবিত করেছিল। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এপ্রসঙ্গে নিজের অনুভূতি শেয়ার করেন রাহুল। রাহুল বলেন, "যখন এই ঘটনা ঘটে তখন আমার বয়স ছিল ১৩-১৪ বছর। এসব আমাদের কাছে বড় কথা নয়। চলচ্চিত্র জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাঁদের পরিবারের ছেলেমেয়েরা হয় একেবারে বিগড়ে যায়, নয়তো খুব শক্তিশালী হয়। কিছু জিনিসকে আমরা গুরুত্ব দিই না। কিছু জিনিস নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা জানি সত্য কী।" 

রাহুল আরও বলেন, "ছোটবেলা থেকেই আমরা সব দেখে আসছি। হত্যার হুমকি, আইটি রেইড, অশান্তি, এসব আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। এসব আমাদের জীবনে কোনও পার্থক্য আনে না, কারণ এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে যাই আমরা। মানবতা না হারিয়ে, এসব দেখতে অভ্যস্ত আমরা।" 

তিনি যোগ করেন, "এসব দেখেও আমি খারাপ হইনি, বরং ভাল হয়েছি। ছোটবেলায় এই ছবিগুলো দেখেছি। এখন এসব 'কুল' বলে মনে করা হয়। এখন মানুষ আমায় নিয়ে এমন অনেক কথা বলে, যা আমার ধারে কাছেও মেলে না। অনেকে বলে ওঁর কাছে গেলে আমায় মেরে ফেলবে, আমি বলি এটা ভাল যে আমার একটা ইমেজ আছে।" 

প্রসঙ্গত, রাহুল মহেশ ভাটের একমাত্র ছেলে। মহেশ ও তাঁর প্রথম স্ত্রী কিরণ ভাটের ছেলে রাহুল। 'কেনেডি', 'অগ্লি', 'ইয়ে মহব্বত হ্যায়'-র মতো বহু ছবিতে কাজ করেছেন তিনি। এছাড়াও ২০১০ সালে 'বিগ বস'-র সিজন ৪-এ প্রতিযোগী হিসাবে দেখা যায় রাহুলকে। অভিনয়ের পাশাপাশি পেশায় তিনি একজন ফিটনেস প্রশিক্ষক।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement