Malaika Arora Bold: ৫১ -এ বোল্ড- গ্ল্যামারাস লুক! ব্যাকলেস পোশাকে নজরকাড়া মালাইকা

Malaika Arora: ৫১ বছর বয়সী অভিনেত্রীর স্টাইল ও ফিটনেস এখনও ২৫ বছর বয়সীদের মতো। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন তিনি। সম্প্রতি বলিউড অভিনেত্রীর ইনস্টা পেজ ভরেছে তাঁর গোয়া ভ্যাকেশনের ছবিতে। 

Advertisement
৫১ -এ বোল্ড- গ্ল্যামারাস লুক! ব্যাকলেস পোশাকে নজরকাড়া মালাইকা মালাইকা আরোরা (ছবি: ইনস্টাগ্রাম)

সংবাদের শিরোনামে থাকেন মালাইকা আরোরা। লাভ লাইফ থেকে শুরু করে, মালাইকার ফিটনেস মন্ত্রা সবই থাকে আলোচনায়। ৫১ বছর বয়সী অভিনেত্রীর স্টাইল ও ফিটনেস এখনও ২৫ বছর বয়সীদের মতো। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন তিনি। সম্প্রতি বলিউড অভিনেত্রীর ইনস্টা পেজ ভরেছে তাঁর গোয়া ভ্যাকেশনের ছবিতে। 

মালাইকা আরোরার স্টাইল স্টেটমেন্ট আবারও নজর কেড়েছে সকলের। সাটিনের পোশাকে তাঁর বোল্ড লুকে কাবু হয়েছেন বহু নেটিজেন। কমেন্ট বক্স ভরেছে প্রশংসা, ভার্চুয়াল ভালোবাসায়। অভিনেত্রীর পরা লাল রঙা সাটিনের ড্রেসটি ব্যাকলেস, তবে স্প্যাগেটি স্ট্র্যাপ এবং ডিপ ভি-নেকলাইন রয়েছে। এই পোশাকটি জুমেল অ্যান্ড কোম্পানি ব্র্যান্ডের। 

এই পোশাকটির দাম প্রায় ১৪,০০০ টাকা বলে জানা গেছে। এই লুকের সঙ্গে মালাইকা কোনও ভারী গয়না পরেননি। অভিনেত্রী শুধু কয়েকটি আংটি পরেছেন। অভিনেত্রীর নো মেকআপ লুকের সঙ্গে মেসি বান করেছেন। 

 

প্রসঙ্গত, দীর্ঘদিন বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা আরোরা। সেসময় নিজেদের সম্পর্ক নিয়েও লুকোছাপা করেননি তাঁরা। পার্টি হোক কিংবা ভ্যাকেশন, প্রায়শই নানা রোম্যান্টিক মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করতেন জুটি। সেসময় শোনা যায়, বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। তবে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এই খবর ছড়িয়ে পড়তেই, মন ভেঙেছিল বহু অনুগামীদের।  

 

POST A COMMENT
Advertisement