Malaika Arora Surprising Statement Viral : নেমপ্লেটে 'ডিভোর্সি' লিখবেন মালাইকা অরোরা? নিজেই কারণ জানালেন

Malaika Arora Surprising Statement Viral : ঘরের বাইরে নেমপ্লেটে 'ডিভোর্সি' লিখবেন মালাইকা? আচমকা অভিনেত্রীর এমন ইচ্ছে হল কেন? নিজেই জানালেন এর কারণ।

Advertisement
নেমপ্লেটে 'ডিভোর্সি' লিখবেন মালাইকা অরোরা? নিজেই কারণ জানালেনMalaika Arora Surprising Statement Viral : মালাইকা অরোরা
হাইলাইটস
  • ঘরের বাইরে নেমপ্লেটে 'ডিভোর্সি' লিখবেন
  • কেন মালাইকা এমনক করবেন?
  • নিজেই জানালেন এর কারণ

Malaika Arora Surprising Statement Viral :বলিউডে সবচেয়ে সুন্দর এবং গ্ল্যামারাস ডিভা মালাইকা আরোরা। এই সময়ে মুভিং ইন উইথ মালাইকা নিয়ে চর্চায় রয়েছেন। মানে এখনও পর্যন্ত লোকেরা মালাইকার ফিটনেস নিয়ে সারপ্রাইজড ছিলেন। কিন্তু তার ডান্স এখনও লোকেদের ইমপ্রেস করছে। কিন্তু কে জানত যে মালাইকা কমেডি করতে জানেন! মালাইকার শোয়ের নতুন ক্লিপ সামনে এসেছে। ভিডিওতে মালাইকা ডিভোর্স নিয়ে বিন্দাস হয়ে কথা বলেছেন বলে দেখা যাচ্ছে।

ডিভোর্সি নেমপ্লেট লাগাতে চান মালাইকা

মডার্ন যুগে আজকেও ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ এর মত বিষয়গুলি সমাজের বড় বড় শব্দ। তিনি বলেন, যদি কেউ ডিভোর্সি হন, তাহলে সবাই সব কিছু বাদ দিয়ে তাকে বিচার করতে শুরু করেন। একাধিকবার তাকেও এভাবে জাজ করা হয়েছে। মালাইকা নিজের শোতে বিবাহ বিচ্ছিন্ন হওয়ার প্রসঙ্গ তোলেন। অ্যাক্ট্রেস বলেন যে আমি বিজনেস করছি। আমি একজন মা, একজন মেয়ে। কিন্তু গোটা দুনিয়া আমাকে বিবাহবিচ্ছিন্না হিসেবে দেখে।

বাড়ির দরজায় ডিভোর্সি নেমপ্লেট লাগাবেন

এরপরে তিনি আরও বলেন যে বাইরে তাই ডিভোর্সি নেমপ্লেট থাকা উচিত। মালাইকা এটাও জানান যে, আমি মুভ অন করে ফেলেছি। তার আমার এক্স হাজব্যান্ড মুভ অন করে ফেলেছেন, অথচ লোকেরা কবে মুভ অন করবে, আমি জানিনা। হাসতে হাসতে মালাইকা তার হেটারদের বড় উত্তর দিয়ে দিয়েছেন। এখন যাঁরা বোঝার, তাঁরা ঠিকই অভিনেত্রীর কথা বুঝতে পেরে গিয়েছেন।

অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের ওপর কি বলেছেন মালাইকা?

এর আগে মালাইকা নিজের শোতে অর্জুন কাপুরকে নিয়েও কথা বলেছেন। মালাইকা জানান যে আমি শুধু বয়সে বড় নই, বরং নিজের চেয়ে কম বয়সী ব্যক্তির সঙ্গে ডেট করছি। এটা আমার সাহস। কিন্তু আমি তার জীবন খারাপ করছি না। আমি সবাইকে বলতে চাই তার জীবন নষ্ট করছি না. বক্তব্য, অর্জুন কাপুর কোনো স্কুলগামী বাচ্চা নন যে নিজের পড়াশোনার মন দিয়ে না করে অন্য কিছু করে বেড়াচ্ছেন। আর আর এমনও নয় যে আমরা ক্লাস বাংক করে ডেট করছি।

Advertisement

আপনারাও কি মুভিং ইন উইথ মালাইকা পছন্দ করছেন? 

 

POST A COMMENT
Advertisement