বলিউড অভিনেতা সলমন খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়লেন এক যুবক । সূত্রের খবর ২০ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ এই ঘটনাটি ঘটে। যে যুবক সলমনের বাড়িতে ঢুকে পড়েছিলেন তাঁর পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম জিতেন্দ্র কুমার। এই ঘটনায় পুলিশ জিতেন্দ্র কুমার সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। জিতেন্দ্র কুমার ছত্তিশগড়ের বাসিন্দা। পুলিশ সূত্র জানিয়েছে যে এই ঘটনায় বিএনএসের ৩২৯ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সলমন তাঁর বাবা-মায়ের সঙ্গে মুম্বইয়ের হাই প্রোফাইল বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমন খানের নিরাপত্তায় মোতায়েন পুলিশ কর্তা তাঁর বিবৃতিতে বান্দ্রা পুলিশকে জানিয়েছেন যে ২০ মে সকালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশপাশে এক অজ্ঞাত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তারপর তাঁকে বুঝিয়ে সেখান থেকে চলে যেতে বলা হয়। যদিও রেগে গিয়ে ওই যুবক তাঁর মোবাইল ফোনটি মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলেন। এরপর সেখান থেকে চলে যান। তারপর সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ একই যুবক গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের মেন গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক ব্যক্তির গাড়িতে করে তিনি ঢুকে পড়েন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কনস্টেবলরা তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করে বান্দ্রা পুলিশের হাতে তুলে দেন। কেন তিনি বাড়িতে ঢুকলেন? জবাবে জিতেন্দ্র বলেছেন, 'আমি সলমন খানের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু পুলিশ আমাকে তাঁর সঙ্গে দেখা করতে দিচ্ছে না, তাই আমি লুকিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম।'