শাহরুখই প্রথম ডিস্কো নিয়ে যায়, ওর সঙ্গে বিড়িও টেনেছি: মনোজ বাজপায়ী

বলিউডের কিং খান শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে বীর জারা (Veer-Zaara) ছবিতে এক সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা মনোজ বাজপায়ী (Manoj Bajpayee)। ছবিতে তিনি প্রীতি জিন্টার বহু স্বামী রজা শিরাজি-র ভূমিকায় অভিনয় করেন। শুটিং চলাকালীনই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অসম্ভব ভালো টিউনিং হয়েছিল শাহরুখের সঙ্গে। এমনটাই জানান মনোজ বাজপায়ী।

Advertisement
'শাহরুখই প্রথম ডিস্কো নিয়ে যায়, ওর সঙ্গে বিড়িও টেনেছি'মনোজ বাজপায়ী - শাহরুখ খান
হাইলাইটস
  • শাহরুখ খান প্রথম ব্যক্তি যিনি তাঁকে দিল্লির কাজ হোটেলে ডিস্কো থেক-এ নিয়ে গিয়েছিলেন।
  • বিড়ি-সিগারেট যা কিছু আমি অ্যাফোর্ড করতে পারতাম শেয়ার করতাম।

বলিউডের কিং খান শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে বীর জারা (Veer-Zaara) ছবিতে এক সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা মনোজ বাজপায়ী (Manoj Bajpayee)। ছবিতে তিনি প্রীতি জিন্টার বহু স্বামী রজা শিরাজি-র ভূমিকায় অভিনয় করেন। শুটিং চলাকালীনই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অসম্ভব ভালো টিউনিং হয়েছিল শাহরুখের সঙ্গে। এমনটাই জানান মনোজ বাজপায়ী।

পুরনো স্মৃতি মনে করে মনোজ খোলসা করেন, শাহরুখ খান প্রথম ব্যক্তি যিনি তাঁকে দিল্লির কাজ হোটেলে ডিস্কো থেক-এ নিয়ে গিয়েছিলেন। মনোজ বলেন, 'তখন আমরা যথেষ্ট ইয়াং ছিলাম। একে অপরের সঙ্গে অনেক কিছু শেয়ার করতাম। বিড়ি-সিগারেট যা কিছু আমি অ্যাফোর্ড করতে পারতাম শেয়ার করতাম। শাহরুখের ব্যক্তিত্ব খুব চার্মিং। গ্রুপের মহিলা মহলে শাহরুখের ক্রেজ ছিল সাঙ্ঘাতিক রকমের।' শাহরুখের ক্রেজ নিয়ে অবশ্য নতুন কোনও বিষয় বলেননি মনোজ। এটা সকলেরই জানা।

 

ওয়র্ক ফ্রন্টের বিষয়ে বলা যায়, ৪ জুন মনোজ বাজপায়ীর ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান ২ মুক্তি পেতে চলেছে। প্রথম সিজন দারুণ সফল হয়েছিল। দর্শকদের ভীষণ পছন্দও হয় সিরিজটি। তার পর থেকে দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষায় ছিলেন সকলে। অন্য দিকে, শাহরুখ খানের পরবর্তী ছবি পাঠানোর শুটিং মাঝ পথে বন্ধ হয় করোনার জন্য। তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি জিরো। ছবিটি চূড়ান্ত অসফল হওয়ার পর থেকে শাহরুখ যে কোনও প্রোজেক্ট পছন্দ করার বিষয়ে বেশ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন বলে শোনা যায়।

 

POST A COMMENT
Advertisement