Operation Sindoor: মুভি করার তাড়াহুড়ো,'অপারেশন সিঁদুর' নাম বুক করতে ফেডারেশনে ভিড় প্রযোজকদের

'অপারেশন সিঁদুর' টাইটেল পেতে প্রযোজকদের মধ্যে হুড়োহুড়ি। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রযোজক 'অপারেশন সিঁদুর' টাইটেলটির জন্য আবেদন জানিয়েছেন। 'ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ' (FWICE)-এর সভাপতি বিএন তিওয়ারি ইন্ডিয়া টুডেকে একথা জানিয়েছেন।

Advertisement
মুভি করার তাড়াহুড়ো,'অপারেশন সিঁদুর' নাম বুক করতে ফেডারেশনে ভিড় প্রযোজকদেরঅপারেশন সিঁদুর

'অপারেশন সিঁদুর' টাইটেল পেতে প্রযোজকদের মধ্যে হুড়োহুড়ি। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রযোজক 'অপারেশন সিঁদুর' টাইটেলটির জন্য আবেদন জানিয়েছেন। 'ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ' (FWICE)-এর সভাপতি বিএন তিওয়ারি ইন্ডিয়া টুডেকে একথা জানিয়েছেন।

তিনি জানান, স্টুডিও ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশন, তারা চলচ্চিত্রের টাইটেল রেজিস্ট্রেশনের একটি সংগঠন। প্রায় ১৫ জন চলচ্চিত্র নির্মাতা, প্রোজাকশন হাউস এবং রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ভরেছেন।

সূত্র মতে, চলচ্চিত্র জগতে এই ঘটনা খুবই স্বাভাবিক। সূত্রের খবর, "যখনই এ ধরনের বড় কোনও ঘটনা ঘটে, তখনই চলচ্চিত্র নির্মাতারা টাইটেলটি পাওয়ার আবেদন করেন। এমনকি যদি কোনও সিনেমা নাও বানানো হয়, তবুও রেজিস্ট্রেশন করে রাখা যায়।" 

উরি-দ্য সার্জিকাল স্ট্রাইকের সাফল্যের পর চলচ্চিত্র নির্মাতারা এই ধারাই পছন্দ করছেন। তাই তারা একদিন অপারেশন সিঁদুর উপরও একটি চলচ্চিত্র তৈরি করতে চাইবেন।

‘অপারেশন সিঁদুর’ শিরোনাম প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত ইন্ডিয়া টুডেকে বলেন, “অপারেশন সিঁদুর শিরোনাম রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছি। এই বিষয়ের উপর কোনও ছবি তৈরি হবে কিনা তা এখনও অস্পষ্ট, কিন্তু চলচ্চিত্র নির্মাতা। প্রযোজক হিসেবে প্রায়শই আকর্ষণীয় কিছু ঘটার মুহূর্তে শিরোনাম রেজিস্ট্রেশন করেছি। এর কারণ শিরোনাম ছাড়া কোনও চলচ্চিত্রের পরিকল্পনাও শুরু করতে পারবেন না।"

POST A COMMENT
Advertisement