স্মৃতির বিরহে প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন পলাশ? Video ভাইরাল

প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কারণে বিয়ে পিছিয়ে যায়। পরে জানা যায়, স্মৃতিকে 'চিট' করেছেন পলাশ। বেশ কয়েকটি স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। এরপরই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় বিয়ে।

Advertisement
স্মৃতির বিরহে প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন পলাশ? Video ভাইরালপ্রেমানন্দ মহারাজ
হাইলাইটস
  • বিয়ে হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর।
  • প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়েছেন পলাশ মুচ্ছল।
  • ভিডিওটি নতুন নাকি পুরনো তা এখনও স্পষ্ট নয়।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মন্ধনার সঙ্গে গায়ক পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে জল্পনা এখনও চলছে। বিয়ে হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর। কিন্তু প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কারণে বিয়ে পিছিয়ে যায়। পরে জানা যায়, স্মৃতিকে 'চিট' করেছেন পলাশ। বেশ কয়েকটি স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। এরপরই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় বিয়ে।

এরইমধ্যে একটি ভিডিও দেখে জল্পনা চলছে, প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়েছেন পলাশ মুচ্ছল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে পলাশের মতোই একজন ব্যক্তিকে। নেটিজেনরা বলছেন, চুল, চোখ এবং বাগদানের সোনার আংটি দেখে মনে হচ্ছে, এটা আসলেই পলাশ মুচ্ছল। 

ভিডিওটি পুরনো নয় তো?

ভিডিওটি নতুন নাকি পুরনো তা এখনও স্পষ্ট নয়। ভিডিও ও ছবিতে পলাশের পুরো মুখও দেখা যাচ্ছে না। তবে, তার হাতে থাকা চকচকে বাগদানের সোনার আংটি এবং মেহেন্দি দেখে জল্পনা শুরু হয়েছে যে, এটি পলাশই আর নতুন ছবি না হয়ে যায় না। 

এদিকে এই ছবিটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন পলাশ মুচ্ছল। কেউ বলছেন, চিট করে তারপরে প্রেমানন্দ মহারাজের কাছে গিয়ে আর কী হবে? আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, চুরি করার পর ধর্মস্থানে গিয়ে আর কী লাভ?

পলাশের বিরুদ্ধে কী অভিযোগ?

২৩ নভেম্বর, ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং পলাশের বিয়ের অনুষ্ঠান পুরোদমে চলছিল। কিন্তু বিয়ের মাত্র কয়েক ঘন্টা আগে, হঠাৎ করেই সবকিছু বদলে যায়। স্মৃতির বাবার পরে, পলাশের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়। এরপরেই, স্মৃতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিবাহ সম্পর্কিত সমস্ত ছবি এবং ভিডিও ডিলিট করে ফেলেন।

বিয়ে স্থগিত হওয়ার পর, পলাশের বিরুদ্ধে স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ উঠে আসে। তবে, দম্পতি বা তাদের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে প্রথমে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে জানানো হয়, বিয়ে শীঘ্রই হবে। 

Advertisement

স্মৃতি-পলাশের বিয়ের লেটেস্ট আপডেট কী?

মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পলাশ দাবি করেন, 'স্মৃতি এবং আমি এই রবিবার, ৭ই ডিসেম্বর বিয়ে করছি।' তিনি জানান, রবিবার বিকেলে তাদের বিয়ে হবে, যেখানে কেবল ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। গায়ক আরও জানান যে, বিয়ে হবে মহারাষ্ট্রের সাঙ্গলিতে। বিয়ের আগের নানা অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

 

POST A COMMENT
Advertisement