Pankaj Dheer Death: প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর, সেই 'মহাভারতের কর্ণ'

Pankaj Dheer Demise: প্রয়াত পর্দার মহাভারতের কর্ণ, অভিনেতা পঙ্কজ ধীর। ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন দীর্ঘদিন। বড় অস্ত্রোপচারও করা হয়েছিল অভিনেতার। তবে শেষ রক্ষা হল না।

Advertisement
প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর, সেই 'মহাভারতের কর্ণ'অভিনেতা পঙ্কজ ধীর

ফের দুঃসংবাদ বিনোদন জগতে। প্রয়াত পর্দার মহাভারতের কর্ণ, অভিনেতা পঙ্কজ ধীর। ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন দীর্ঘদিন। বড় অস্ত্রোপচারও করা হয়েছিল অভিনেতার। তবে শেষ রক্ষা হল না। না ফেরার দেশের পাড়ি দিলেন পঙ্কজ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অমিত বহেল ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বলিউড সহ তাঁর অনুগামীদের মধ্যে। হিন্দি সিনে দুনিয়ার পরিচিত মুখ পঙ্কজ ধীর। তবে তিনি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন  মহাভারতের 'কর্ণ' চরিত্রে অভিনয় করে।

সূত্র মারফত জানা যাচ্ছে,  দীর্ঘদিন পঙ্কজ ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং এই যুদ্ধে জয়ী হয়েছিলেন। তবে, গত কয়েক মাস ধরে ফের তাঁর শরীরে ফিরে আসে এই মারণ রোগ। অভিনেতার অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। তাঁর বড় অস্ত্রোপচারও হয়েছিল। তবে কোনও লাভ হয়নি। 

সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA/ Cine and TV Artistes Association) পঙ্কজের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মঙ্গলবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে অভিনেতার শেষকৃত্য হবে এদিন বিকেল ৪:৩০ মিনিটে মুম্বইয়ের ভিলে পার্লেতে। পঙ্কজ ছিলেন CINTAA-র প্রাক্তন সাধারণ সম্পাদক।

কর্ণের চরিত্রে অভিনয়  

ছোট পর্দা থেকে বড় পর্দায় বহু কাজ করেছেন পঙ্কজ ধীর। তবে ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত বিআর চোপড়ার মহাভারতের মাধ্যমে তিনি সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন। এই শোতে অভিনেতা কর্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই চরিত্রটি তিনি যে গুরুত্বের সঙ্গে অভিনয় করেছিলেন, তা এখনও উদাহরণ হিসেবে রয়ে গেছে।

একটি সাক্ষাৎকারে পঙ্কজ প্রকাশ করেছিলেন, তিনি প্রথমে অর্জুনের চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন এবং একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তবে, তাঁর অডিশন ভাল হওয়া সত্ত্বেও, এই চরিত্রটি পান ফিরোজ খান।

পঙ্কজ, কারণ ব্যাখ্যা করে বলেন,  প্রযোজকরা চেয়েছিলেন যে তিনি বৃহন্নলা চরিত্রের জন্য তার গোঁফ কামিয়ে ফেলেন। তবে অভিনেতা তা প্রত্যাখ্যান করেন। তাঁর জেদ দেখে কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন বিআর চোপড়া। অভিনেতাকে স্টুডিও থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তাঁর চুক্তি ছিঁড়ে ফেলা হয়েছিল। প্রায় ছয় মাস ধরে তিনি কাজ ছাড়াই ছিলেন। এই ঘটনার কিছু সময় পরে, বিআর চোপড়া তাঁকে কর্ণের চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement