পরিণীতি- রাঘব চোপড়া ও চাড্ডা পরিবারে বইছে খুশির হাওয়া। গত ১৯ অক্টোবর পরিবারে এসেছে ছোট্ট অতিথি। বাবা- মা হয়েছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। বিয়ের দু'বছর পরে পুত্র সন্তান এসেছে জুটির কোলে। ছেলের বয়স ১ মাস হতেই, একরত্তির প্রথম ঝলক সকলের সামনে আসলেন তারকা জুটি। সেই সঙ্গে সকলকে জানালেন কী নাম রেখেছেন ছেলের।
বুধবার সোশ্যাল পেজে দুটি ছবি শেয়ার করেছেন রাঘব- পরিণীতি। একটিতে ছোট্ট- ছোট্ট দুটি পায়ে, স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন নতুন বাবা- মা। অন্য আরেকটিতে আবার, তাঁদের দু'জনের হাতের মাঝে রয়েছে ছেলের ছোট্ট দুটি পা। ছেলের নাম রেখেছেন 'নীর'। এই ছবি দেখা মাত্রই ভালোবাসা- আদরে ভরিয়ে দিচ্ছেন নেটিজেন থেকে অন্যান্য তারকারা।
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর চার হাত এক হয় আপ নেতা রাঘব চাড্ডা এবং বলিউড ডিভা পরিণীতি চোপড়ার। বিয়ের আসর বসেছিল উদয়পুরে। হ্রদের শহরে বিলাসবহুল প্যালেসে, কাছের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন জুটি। প্রায় ১৭ বছর আগে, পরিণীতি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে বিজনেস, ইকোনমিক্স এবং ফিন্যান্স নিয়ে পড়াশোনা করছিলেন।
পরিণীতির পাশাপাশি রাঘবও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করছিলেন। সেসময় দু'জনের পরিচয় হয় এবং ধীরে ধীরে বন্ধুত্ব আরও গভীর হয়। এর বেশ কিছু বছর পরে পরিণীতি, 'চমকিলা' ছবির শ্যুটিং করছিলেন পঞ্জাবে। তখন রাঘব বন্ধু হিসেবে তাঁর সঙ্গে দেখা করতে আসেন। এই সাক্ষাতের পর দু'জনেই বুঝতে পারেন অন্য রকম অনুভূতি রয়েছে। এরপর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।