আর মাত্র অপেক্ষা ২দিনের। তারপরেই বহু প্রতীক্ষিত সিনেমা 'পাঠান' মুক্তি পেতে চলেছে। চারবছর পর এই সিনেমার মাধ্যমে শাহরুখ খানের কামব্যাক হতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই কিং খানের ভক্তদের উচ্ছাস এখন আকাশ ছোঁয়া। ইতিমধ্যেই এই সিনেমার অ্যাডভান্স বুকিং রীতিমতো ঝড় তুলেছে। সিলভার স্ক্রিনে শাহরুখকে দেখার জন্য তাঁর ভক্তদের আর তর সইছে না।
ভক্তদের উন্মাদনা দেখা যাচ্ছে টিকিট বিক্রিতে
শাহরুখকে এতবছর পর রূপোলি পর্দায় দেখার সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চান না তাঁর ভক্তরা। সে কারণে তাঁরা হাজার হাজার টাকা খরচ করেও সিনেমার টিকিট কিনছেন। ২০ জানুয়ারি থেকে অ্যাডভান্স টিকিট বুকিং শুরু হওয়ার পর থেকেই টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। কিং খানের ভক্তরা পকেট ফাঁকা করে টিকিট কিনছেন শুধুমাত্র এসআরকে-কে বড়পর্দায় দেখবেন বলে।
২৪০০ টাকায় বিক্রি হচ্ছে টিকিট
গুরুগ্রামের অ্যাম্বিয়ান্স মলে 'পাঠান' সিনেমার টিকিট বিক্রি হচ্ছে ২৪০০, ২২০০ ও ২০০০ টাকায়। টিকিটের দাম এত দামী হওয়া সত্ত্বেও তা হু হু করে বিক্রি হচ্ছে এবং হাউজফুলও হয়ে গিয়েছে। এটা দেখে মানতেই হবে যে শাহরুখের ভক্তরা তাঁকে প্রচণ্ড ভালোবাসেন। আর সেই জন্যই তো শাহরুখের ছবি 'পাঠান' নিয়ে এত বিতর্ক-ঝামেলা হওয়া সত্ত্বেও তার প্রভাব ভক্তদের ওপর পড়ছে না। শাহরুখ-ভক্তরা শুধু তাঁকে রূপোলি পর্দায় দেখার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন।
টিকিটের দাম ২০০০-এর ওপর
জানা যাচ্ছে যে দিল্লির কিছু মাল্টিপ্লেক্সে 'পাঠান' সিনেমার টিকিট ২১০০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া কিছু সিনেমা হলে সকালের শো-এর জন্য ১০০০ টাকা করে টিকিটও বিক্রি হচ্ছে বলে শোনা গিয়েছে। তবে টিকিটের দাম চড়া হলেও শাহরুখের 'পাঠান' সিনেমার অ্যাডভান্স বুকিং সব রেকর্ড ভেঙে ফেলেছে। জানা যাচ্ছে যে 'পাঠান' সিনেমার হিন্দি ও তেলেগু ভাষার টিকিট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। সূত্রের খবর, এই সিনেমা থেকে এখনও পর্যন্ত ১৪.৬৬ কোটি টাকা সংগ্রহ হয়েছে।
২৫ জানুয়ারি 'পাঠান' মুক্তি পাবে
২৫ জানুয়ারি 'পাঠান' সিনেমা মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় শাহরুখকে একেবারে নয়া অবতারে দেখা যাবে। নিজের রোম্যান্টিক ইমেজ ভেঙে কিং খান অ্যাকশন হিরোতে পরিণত হয়েছেন। ওম শান্তি ওম ও হ্যাপি নিউ ইয়ারের পর ফের দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে শাহরুখের বিপরীতে। জন আব্রাহামকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। এখন এই সিনেমা মুক্তি পাওয়ার পর কতটা রেকর্ড ভাঙতে সফল হল সেটাই এখন দেখার।