scorecardresearch
 

শাহরুখের সঙ্গে প্রশান্ত ভূষণের সাক্ষাৎ! এবার কি বায়োপিক?

ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে কাজ থেকে অবসর নিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কিন্তু তিনি যে খবরের মধ্যেই রয়েছেন তা সকলেই জানেন। শুক্রবার রাতে বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rush Khan) সঙ্গে মন্নত-এ দীর্ঘ ক্ষণ মিটিং করেন প্রশান্ত। যা নিয়ে কৌতহলের শেষ নেই ফ্যানদের মধ্যে। অনেকেই বলছেন, হয়তো বায়োপিক নিয়েই আলোচনা হয়েছে দুজনের মধ্যে।

Advertisement
প্রশান্ত কিশোর - শাহরুখ খান প্রশান্ত কিশোর - শাহরুখ খান
হাইলাইটস
  • শুক্রবার রাতে বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rush Khan) সঙ্গে মন্নত-এ দীর্ঘ ক্ষণ মিটিং করেন প্রশান্ত।
  • যা নিয়ে কৌতহলের শেষ নেই ফ্যানদের মধ্যে।
  • অনেকেই বলছেন, হয়তো বায়োপিক নিয়েই আলোচনা হয়েছে দুজনের

ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে কাজ থেকে অবসর নিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কিন্তু তিনি যে খবরের মধ্যেই রয়েছেন তা সকলেই জানেন। শুক্রবার রাতে বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rush Khan) সঙ্গে মন্নত-এ দীর্ঘ ক্ষণ মিটিং করেন প্রশান্ত। যা নিয়ে কৌতহলের শেষ নেই ফ্যানদের মধ্যে। অনেকেই বলছেন, হয়তো বায়োপিক নিয়েই আলোচনা হয়েছে দুজনের মধ্যে।

তবে সূত্রের খবর, এই ধরনের কোনও ছবি বা ওয়েব সিরিজ তৈরির কথা চিন্তা করছেন না শাহরুখ খান বা তাঁর প্রোডাকশন হাউজ রেড চিলিজ এন্টারটেনমেন্ট। গত ৩ বছর ধরে প্রশান্ত কিশোরের সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে শাহরুখের। তাই বন্ধুর আমন্ত্রণ উপেক্ষা করতে পারেননি প্রশান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্টে শাহরুখ খানের সঙ্গে প্রশান্ত কিশোরের আলাপ করিয়ে দেন। শাহরুখ পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। গত ৫ বছর তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যের হয়ে ভোটের রণনীতি তৈরি করেছেন প্রশান্ত কিশোর। বহুবার দুজনের দেখা হয়েছে দলীয় এবং সরকারি নানা কর্মসূচিতে। ফলে বন্ধুত্ব গাঢ় হতে সময় লাগেনি।

প্রসঙ্গত শুক্রবার দুপুরে মুম্বইয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গেও দেখা করেন প্রশান্ত কিশোর। মধ্যাহ্ন ভোগের পর প্রায় তিন ঘণ্টাবৈঠক করেন দুজনে। তবে কী বিষয়ে ছিল এই বৈঠক, তা নিয়ে সাংবাদ মাধ্যমে কেউ কোনও মন্তব্য করেননি। সৌজন্য সাক্ষাৎ বলে এড়িয়ে গিয়েছেন প্রশান্ত নিজেও। আগামী ২০২৪ সাল দেশ এবং মহারাষ্ট্রে নির্বাচনে দামামা বাজতে চলেছে। ওয়াকিবহাল মহল মনে করছে, বিজেপি বিরোধী জোটের হয়ে ভোটের ঘুটি সাজাতে পারেন প্রশান্ত। একই সঙ্গে মহারাষ্ট্রে এনসিপি-কংগ্রেস-শিবসেনার নির্বাচনী কৌশল ঠিক করে দিতে পারেন তিনি।

তবে এ নিয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। তিন বছরের মধ্যে রাজনৈতিক থেকে বিনোদনের সমীকরণ কতটা পাল্টায় তা সময় বলবে।

Advertisement

 

Advertisement