scorecardresearch
 

Radhika Apte: রাধিকা আপ্টের নগ্ন ভিডিও লিক! কী বলছেন নায়িকা

রাধিকার (Radhika Apte) ছবি 'ক্লিন শেভেন'-এর ছবি সেই ন্যুড ক্লিপটি ভাইরাল হওয়ার পরে চার দিন তিনি বাড়ি থেকে বেরতে পারেননি। সম্প্রতি সেই লিক হওয়া ভিডিও নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন, কেমন ছিল সেই অভিজ্ঞতা।

Advertisement
রাধিকা আপ্টে রাধিকা আপ্টে
হাইলাইটস
  • ২০১৫ সালে 'পার্চড' ছবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন রাধিকা।
  • সেই ছবিতেও একটি ঘনিষ্ট দৃশ্যে দেখা গিয়েছিল রাধিকাকে।
  • আমি চার দিন পর্যন্ত বাড়ি থেকে বেরতে পারিনি।

হঠাৎ করেই ন্যুড ভিডিও লিক! যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। রাধিকার (Radhika Apte) ছবি 'ক্লিন শেভেন'-এর ছবি সেই ন্যুড ক্লিপটি ভাইরাল হওয়ার পরে চার দিন তিনি বাড়ি থেকে বেরতে পারেননি। সম্প্রতি সেই লিক হওয়া ভিডিও নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন, কেমন ছিল সেই অভিজ্ঞতা।

রাধিকা দাবি করেন, ভিডিওতে তিনি নন, অন্য একজনকে দেখা গিয়েছে। তবে ভিডিওটি রাধিকার নামেই চলেছিল এবং ভাইরাল হয়েছিল। ২০১৫ সালে 'পার্চড' ছবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন রাধিকা। সেই ছবিতেও একটি ঘনিষ্ট দৃশ্যে দেখা গিয়েছিল রাধিকাকে। রাধিকা বলেন, 'আমি কোনও দিন চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্য অভিনয় করা থেকে পিছিয়ে যাইনি। পার্চড ছবিতে একজন যৌন কর্মীর চরিত্র করেছিলাম। সেখানে চিত্রনাট্যের দাবি ছিল। তবে সেটা আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল।'

রাধিকা জানান, তখন তিনি ক্লিন শেভেন ছবি শুট করছিলেন যে সময় ক্লিপটি ছড়িয়ে পড়ে। তিনি বলেন, 'আমি চার দিন পর্যন্ত বাড়ি থেকে বেরতে পারিনি। মিডিয়া বা সোশাল মিডিয়া কী বলছিল তার জন্য নয়। আমার ড্রাইভার, নিরাপত্তাকর্মী, এমনকী আমার স্টাইলিস্টের বাড়ির লোক পর্যন্ত সেই ক্লিপ দেখেছিল। তার সঙ্গে সোশাল মিডিয়ায় ট্রোলিংও করা হয়েছিল প্রচুর। সে সময়টা খুব মুশকিল ছিল। যে সেলফিগুলো তোলা হয়েছিল, সেটা দখলে যে কেউ বুঝবেন ওটা আমিয়, অন্য কেউ। তবে এই ঘটনা পার্চড শুট করার সময় সাহস দিয়েছিল। সেখানে যখন ন্যুড দৃশ্যে অভিনয় করেছিলাম, বুঝেছিলাম আমার লুকনোর কিছু নেই।'

 

Advertisement