সুখবর বলিউডে। মা হতে চলেছেন রাধিকা আপ্তে। বরাবরই অন্যান্য তারকাদের থেকে একটু ভিন্ন পথে হাঁটতে দেখা যায় অভিনেত্রীকে। জীবনের নতুন অধ্যায়ের ক্ষেত্রেও সেই একই জিনিস দেখা গেল। প্রেগন্যান্সি নিয়ে আগে কোনও রকম বিশেষ পোস্ট না করে, সকলকে চমক দিলেন। সরাসরি সকলের সামনে এলেন বেবি বাম্প নিয়ে। ১৬ অক্টোবর,বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে করণ কান্ধারি পরিচালিত, 'সিস্টার মিডনাইট' ছবির প্রদর্শনীতে অংশ নেন রাধিকা। সেখানে নায়িকার বেবি বাম্প দেখে রীতিমতো হতবাক অনুগামীরা।
রাধিকাকে দেখা গেল কালো রঙা লং বডি হাগিং স্কিনটাইট ড্রেসে। রেড কার্পেটে ছবির বাকি কলাকুশলীদের সঙ্গেও ফটোসেশন করতে দেখা গেছে। মাতৃত্বের গ্লো ইতিমধ্যে ফুটে উঠেছে তাঁর চোখে- মুখে। লন্ডন চলচ্চিত্র উৎসবের ছবি শেয়ার করেছেন নায়িকা। যদিও সেখানে গর্ভাবস্থা নিয়ে অতিরিক্ত কোনও কথা উল্লেখ করেননি। ক্যাপশনে লিখেছেন, "সিস্টার মিডনাইট ইউকে প্রিমিয়ার #lff2024।" এই ছবি প্রকাশ্যে আসতেই সকলে শুভেচ্ছা জানাচ্ছেন নায়িকাকে। বিজয় বর্মা, সায়নী গুপ্ত, গুনিত মঙ্গা, জোয়া আখতারের মতো তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।
২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে সহবাস শুরু করেন রাধিকা আপ্তে। পরের বছর আইনি বিয়ে সারেন জুটি। বিয়ের ১২ বছর পর জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অভিনেত্রী।
বলিউডের অন্যতম পরিচিত মুখ রাধিকা আপ্তে। তবে হিন্দির পাশাপাশি, বাংলা, তামিল, মারাঠি, মালায়লাম ইংরাজি ছবিতেও কাজ করেছেন। সম্প্রতি শ্রীরাম রাঘবন পরিচালিত 'মেরি ক্রিসমাস' ছবিতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি।