
Varansi Teaser Release Mahesh Babu S S Rajamouli: হায়দরাবাদে ধুমধাম করে প্রকাশ্যে এল এস এস রাজামৌলির নতুন ছবি বারাণসীর টিজার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। মঞ্চে ছিলেন ছবির মুখ্য অভিনেতা মহেশ বাবু, প্রিয়ঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারণও। শুরু থেকেই ছবির প্রথম ঝলক ঘিরে দর্শকের উন্মাদনা স্পষ্ট।
টিজারে চোখে পড়ছে দুর্দান্ত ভিএফএক্স, শিল্পসৌন্দর্য আর প্রাচীন সময়কে নতুনভাবে দেখানোর চেষ্টা। গল্পের শুরু ৫১২ খ্রিস্টাব্দের বরাণসি থেকে। দেখা যায়, একটি যজ্ঞের আগুন হঠাৎ অ্যান্টার্কটিকায় বরফে পরিণত হচ্ছে। সেখান থেকে দৃশ্য চলে যায় আফ্রিকার জঙ্গলে, তারপর লঙ্কায়, যেখানে দেখানো হয়েছে হনুমানের বানরসেনা আর রাবণের বাহিনীর যুদ্ধ। শেষ দৃশ্যে মানিকর্ণিকা ঘাটে একটি বলদের পিঠে বসে ত্রিশূল হাতে থাকা মহেশ বাবুকে দেখা যায়।
টিজার মুক্তির আগেই একটি সমস্যার মুখে পড়েছিলেন রাজামৌলি। এলইডি স্ক্রিন পরীক্ষার সময় ড্রোনে ধরা পড়ে টিজারের কিছু অংশ। অননুমোদিত সেই ফুটেজ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরিচালকের কথায়, এই ফুটেজ ফাঁস হওয়ায় প্রচুর শ্রম আর অর্থের অপচয় হয়েছে। সেই আক্ষেপ প্রকাশ করেন তিনিই।
রাজামৌলি জানান, ছোটবেলা থেকেই রামায়ণ আর মহাভারত তাঁকে অনুপ্রাণিত করেছে। এই ছবি তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। মহেশ বাবুকে প্রথমবার রামের অবয়বে দেখে তিনি আবেগে ভেসে যান। শুটিং সেটেও সেই অনুভূতি নাকি তাঁকে বারবার নাড়া দিয়েছে।
ছবির সরকারি নাম বরাণসি। নামটি আগে অন্য কারও দখলে থাকায় পেতে খানিক সময় লেগেছিল বলে জানান পরিচালক। তাঁর বক্তব্য, ছবির গল্পের সঙ্গে মিলিয়ে এই নাম ছাড়া অন্য কিছু ভাবা যায়ই না।
১৫ নভেম্বর ২০২৫ তারিখে হায়দরাবাদের রামোজি রাও ফিল্ম সিটিতে আয়োজিত মহা-অনুষ্ঠানের মাধ্যমে শিরোনাম প্রকাশ হয়। রাজামৌলি, মহেশ বাবু, প্রিয়ঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারণ এবং সংগীতকার এম এম কীরাবাণী মঞ্চে ছিলেন। বিশ্বের কোটি কোটি দর্শক জিও হটস্টারে লাইভস্ট্রিমে অনুষ্ঠানটি দেখেন।
আরআরআর এবং বাহুবলি দ্য এপিকের পর এটি রাজামৌলির সবচেয়ে বড় উচ্চাভিলাষী প্রজেক্ট বলে মনে করা হচ্ছে। পৌরাণিক কাহিনি, প্রাচীন ইতিহাস, অ্যাডভেঞ্চার আর ভিজ্যুয়াল ম্যাজিক মিলিয়ে আন্তর্জাতিক দর্শকদের জন্যও তৈরি করা হচ্ছে ছবিটি।
ছবিতে মহেশ বাবুর চরিত্রে রাম আর হনুমানের মিলিত অনুপ্রেরণা রয়েছে বলে শোনা যাচ্ছে। শান্ত স্বভাব, আকর্ষণীয় উপস্থিতি এবং অতিপ্রাকৃত শক্তি এসবই পরিচালককে মুগ্ধ করেছে।
নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে। বিশাল সেট, একাধিক অ্যাকশন দৃশ্য, বহির্বিশ্বের পরিবেশ তৈরি করা লোকেশন আর কীরাবাণীর সঙ্গীত। সব মিলিয়ে ছবিটি আরও বিস্তৃত পরিসরে তৈরি হয়েছে।
টিজার প্রকাশের পর থেকেই বরাণসিকে ঘিরে উন্মাদনা আরও বেড়েছে। দর্শকই নয়, সিনেমাজগতের অনেকেই মনে করছেন, ছবিটি ভারতীয় সিনেমার পরবর্তী বড় মাইলফলক হতে পারে।