Ranbir Kapoor Ramayana salary: রামের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর। আর এটিই সম্ভবত তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের চুক্তি হতে চলেছে। ইতিমধ্যেই সিনেমার ফার্স্ট লুক রিলিজ হয়েছে। সেখানে রণবীরকে রামচন্দ্রের ভূমিকায় দেখা গিয়েছে।
ছবিতে রাবণের ভূমিকায় রয়েছেন যশ এবং সীতার ভূমিকায় সাই পল্লবী। গল্প বলার ধরনে নতুনত্ব আনতেই পরিচালকের এই অভিনব কাস্টিং। ছবির বিষয়বস্তুও যথেষ্ট গুরুত্বপূর্ণ, রাম ও রাবণের পৌরাণিক দ্বন্দ্ব। বিশ্বজুড়ে কোটি-কোটি দর্শকের কাছে নতুন করে রামায়ণের কাহিনী তুলে ধরাই পরিচালকের লক্ষ্য।
রণবীরের উপর যে পরিচালক-প্রযোজকদের ভরসা ঠিক কতটা, তা তাঁর আকাশছোঁয়া পারিশ্রমিক থেকেই স্পষ্ট। গোটা টিম বেশ আশাবাদী। আর সেই কারণেই এমন বিশাল অঙ্কে চুক্তি।
রামায়ণের জন্য় রণবীর কাপুর কত পারশ্রমিক নিচ্ছেন?
সূত্রের খবর, পরিচালক নীতেশ তিওয়ারির পৌরাণিক সিনেমা ‘রামায়ণ’-এর দুই পর্বে অভিনয়ের জন্য প্রায় ১৫০ কোটি টাকার পারিশ্রমিক নিচ্ছেন রণবীর। প্রতিটি পর্বের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ৭০-৭৫ কোটি টাকা বলে সূত্রের খবর।
ভারতের ৯টি শহরে এবং আমেরিকার টাইমস স্কোয়ারেও ছবির টিজার লঞ্চ হয়েছে। আন্তর্জাতিক বাজারের দর্শকদের দৃষ্টিভঙ্গিও মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ, হলিউড সিনেমার মতোই, বিশ্বজুড়ে রিলিজের কথা মাথায় রেখেই রামায়ণ বানানো হচ্ছে।
ছবিতে হনুমানের চরিত্রে থাকছেন সানি দেওল। লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে রবি দুবেকে। বলিউডের এই হেভিওয়েট তারকাদের উপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের হলে টানবে।
ছবির গানের দায়িত্বেও হেভিওয়েট নাম। বিশ্বখ্যাত দুই সুরকার, এ আর রহমান এবং হ্যান্স জিমার সেই গুরুদায়িত্বে। অ্যাকশন সিনের ভার টেরি নোটারি এবং গাই নরিসের উপর। হলিউডের বহু ব্লকবাস্টার মুভি করার অভিজ্ঞতা আছে তাঁদের।
‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রা। সহ-প্রযোজক অভিনেতা যশ নিজে। প্রাইম ফোকাস স্টুডিওস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস-এর ব্যানারে সিনেমাটি তৈরি হচ্ছে। ভিএফএক্স-এর দায়িত্বে আটবার অস্কারজয়ী সংস্থা ডি-নেগ। ফলে সিনেমার ভিজ্যুয়াল ইফেক্ট যে আন্তর্জাতিক মানের হতে চলেছে, তা বলাই বাহুল্য।
রামায়ণের পর্ব মুক্তি পাবে ২০২৬-র দীপাবলিতে। দ্বিতীয় পর্ব ২০২৭-এর দীপাবলিতে। পৌরাণিক কাহিনিকে আধুনিক সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিতে চান নির্মাতারা।