আলিয়া-রণবীরের KISS কিস্সা! তাড়িয়ে উপভোগ নেটিজ়েনদের

বি টাউনে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সম্পর্ক দীর্ঘদিন ধরেই চর্চায়। দু'জনকে একসঙ্গে একাধিকবার দেখা গেছে। তবে একসঙ্গে তাঁদের ঘনিষ্ঠ ছবি দেখা গেছে হাতে গোনা। ভক্তদের কাছে পরম প্রিয় এই জুটি। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই মনের কথা ভাগ করে নেন আলিয়া। আলিয়া এমন কিছু পোস্ট শেয়ার করেন যা নিঃসন্দেহে বোঝা যায় রণবীরের জন্য। ইশারায় নিজের ভালবাসাও প্রকাশ করেছেন আলিয়া। এমনই একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে অনুরাগীদের চোখ এড়িয়ে গেল না আলিয়া এবং রণবীরের একটি অদেখা ঘনিষ্ঠ ছবি। যেখানে রণবীরকে দেখা যাচ্ছে আলিয়াকে চুমু খেতে।

Advertisement
আলিয়া-রণবীরের KISS কিস্সা! তাড়িয়ে উপভোগ নেটিজ়েনদেররণবীর কাপুর এবং আলিয়া ভাট
হাইলাইটস
  • বি টাউনে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সম্পর্ক দীর্ঘদিন ধরেই চর্চায়
  •  অনুরাগীদের চোখ এড়িয়ে গেল না আলিয়া এবং রণবীরের একটি অদেখা ঘনিষ্ঠ ছবি
  • যেখানে রণবীরকে দেখা যাচ্ছে আলিয়াকে চুমু খেতে

বি টাউনে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সম্পর্ক দীর্ঘদিন ধরেই চর্চায়। দু'জনকে একসঙ্গে একাধিকবার দেখা গেছে। তবে একসঙ্গে তাঁদের ঘনিষ্ঠ ছবি দেখা গেছে হাতে গোনা। ভক্তদের কাছে পরম প্রিয় এই জুটি। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই মনের কথা ভাগ করে নেন আলিয়া। আলিয়া এমন কিছু পোস্ট শেয়ার করেন যা নিঃসন্দেহে বোঝা যায় রণবীরের জন্য। ইশারায় নিজের ভালবাসাও প্রকাশ করেছেন আলিয়া। এমনই একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে অনুরাগীদের চোখ এড়িয়ে গেল না আলিয়া এবং রণবীরের একটি অদেখা ঘনিষ্ঠ ছবি। যেখানে রণবীরকে দেখা যাচ্ছে আলিয়াকে চুমু খেতে।

রণবীরের আলিয়াকে চুম্বনের ছবি

আলিয়া ভাটের স্টাইলিস্ট লক্ষ্মী লহর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। এই ছবিতে আলিয়ার সৌন্দর্য্যে মুগ্ধ হন অনুরাগীরা। তাঁর মোহময়ী রূপ ভেদ করে ভক্তদের চোখ গেল পিছনে দেওয়ালে টাঙানো ছবির দিকে। যেখানে আলিয়া ভাটের পিছনে দুটি ছবির ফ্রেম রয়েছ। যার একটিতে রণবীর কাপুরকে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে। আলিয়া একটি জ্যাকেট, হাফপ্যান্ট এবং হাই বুট পরে আছেন। রণবীর তাঁর পাশে বসে জড়িয়ে ধরে মাথায় চুমু খাচ্ছেন।

অনুমান, এই ছবিটি রণথম্বর জাতীয় উদ্যান ভ্রমণের সময় তোলা হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে রণবীর এবং আলিয়া সেখানে গিয়েছিলেন নববর্ষ উদযাপন করতে। আলিয়ার মা সোনি রাজদান, বোন শাহীন ভাট, রণবীরের মা নীতু কাপুর এবং বড় বোন ঋদ্ধিমা কাপুরও এই সফরে রণবীর ও আলিয়ার সঙ্গে ছিলেন। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lakshmi Lehr (@lakshmilehr)

 

উল্লেখ্য, রণবীর কাপুর এবং আলিয়া ভাট বহু বছর ধরেই একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। একটি সাক্ষাৎকারে, রণবীর কাপুর নিজের বিয়ের ঘোষণা করে বলেছিলেন, ২০২০ সালেই তিনি সাত পাকে বাধা পড়তে চলেছেন। করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। কাপুর ও ভাট পরিবারে কবে সেই সুদিন আসে এখন তাই অপেক্ষার।

Advertisement

রণবীর-আলিয়া জুটিকে দেখা যাবে তাঁদের আগামী ছবি ব্রহ্মাস্ত্রতে। এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনও।

POST A COMMENT
Advertisement