scorecardresearch
 

গাজরের হালুয়া হাতে #PawriHoRahiHai- ট্রেন্ডে ঝুঁকলেন রণবীর, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

বলিউড অভিনেতা রণবীর সিং বরাবর ভিন্ন কায়দায় সকলকে চমক দেন। কখনও পোশাক তো কখনও প্রমোশনের ধরন, সবেতেই থাকে অভিনবত্ব। এবার 'Pawri Ho Rahi Hai' ট্রেন্ডে ঝুঁকলেন তিনিও। তাঁর একটি ভিডিয়োটি ঘুরছে নেট দুনিয়ায়, যা ইতিমধ্যে ভাইরাল।

Advertisement
রণবীর সিং (ছবি সৌজন্য: ফেসবুক) রণবীর সিং (ছবি সৌজন্য: ফেসবুক)
হাইলাইটস
  • একে একে তারকারা ঝুঁকছেন 'Pawri Ho Rahi Hai' ট্রেন্ডে।
  • এবার বাদ গেলেন না বলিউড অভিনেতা রণবীর সিং।
  • সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) বরাবর ভিন্ন কায়দায় সকলকে চমক দেন। কখনও পোশাক তো কখনও প্রমোশনের ধরন, সবেতেই থাকে অভিনবত্ব। এবার 'Pawri Ho Rahi Hai' ট্রেন্ডে ঝুঁকলেন তিনিও। তাঁর একটি ভিডিয়োটি ঘুরছে নেট দুনিয়ায়, যা ইতিমধ্যে ভাইরাল।

গাজরের হালুয়া রয়েছে হাতের হটপটে। সঙ্গে রয়েছেন এক ফ্যান। তাঁর তখনই 'Pawri Ho Rahi Hai'করতে শুরু করলেন রণবীর সিং। প্রতিবারের মতো এবারেও পোশাকে বহন করছেন আলাদা স্টাইল স্টেটমেন্ট। অভিনেতা ভিডিয়োতে গাইছেন " ইয়ে হামারা গাজার কা হালভা হে, ইয়ে হাম হে, অউর ইহাপে পাওরি হো রহি হে..." 

দীপিকা পাড়ুকোনের 'Pawri Ho Rahi Hai'

কিছুদিন আগে রণবীর পত্নী দীপিকা পাড়ুকোনও 'Pawri Ho Rahi Hai' ট্রেন্ডে মেতেছিলেন। নিজের ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন নায়িকা, যেখানে দেখা যাচ্ছে তিনি খেলনা ঘোড়ায় বসে আছেন। মিমটি শেয়ার করে দীপিকা লিখেছিলেন, " ইয়ে হাম হে, ইয়ে হামারা ঘোড়া হে অউর, হামারি পাওরি হো রহি হে..."। সেই সঙ্গে অভিনেত্রী আরও লিখেছিলেন, " এটা কে বানিয়েছে?" অর্থাৎ তাঁর কোনও অনুরাগীই মিমটি বানিয়েছেন বলে বোঝা যাচ্ছে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

Advertisement

কর্মক্ষেত্রে দীপিকা ও রণবীর

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে দেখা যাবে '৮৩' ছবিটিতে। সকলের দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের বায়োপিক '৮৩'। ছবিটির পরিচালনা করেছেন কবীর খান। কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে এবং তাঁর স্ত্রী রোমি দেবের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। 
কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জয়ী হন। রণভীর ও দীপিকা ছাড়াও এই ছবিটিতে শাকিব সালিম, তাহির রাজ ভাসিন, অ্যামি ভার্ক, চিরাগ পাতিল, হার্দি সন্ধু, জিভা, সাহিল খট্টর, যতীন সারনা, পঙ্কজ ত্রিপাঠি এবং বোমান ইরানির মতো অভিনেতারা রয়েছেন। ২০২০ সালেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনা ভাইরাস অতিমারীর জন্যে ছবি মুক্তির তারিখ পিছিয়ে যায়।

Advertisement