scorecardresearch
 

সইফের কোন গানকে 'ফালতু' বললেন সারা! দেখুন

ফিল্ম কেরিয়ার হোক বা খোলাখুলি সমালোচনা, সব কিছুতেই একে অফরকে সাপোর্ট করেন সইফ আলি খান এবং সারা আলি খান। কিন্তু মাঝে মাঝে খোলাখুলি সমালোচনা সইফের একটু অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

Advertisement
সইফ, সঙ্গে কন্যা সারা সইফ, সঙ্গে কন্যা সারা
হাইলাইটস
  • ফিল্ম কেরিয়ার হোক বা খোলাখুলি সমালোচনা, সব কিছুতেই একে অফরকে সাপোর্ট করেন সইফ আলি খান এবং সারা আলি খান
  • মাঝে মাঝে খোলাখুলি সমালোচনা সইফের একটু অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়

বাবা-মেয়ের বন্ডিং খুব ভালো। এঁদের সম্পর্ক অনেকটা বন্ধুর মতোই। ফিল্ম কেরিয়ার হোক বা খোলাখুলি সমালোচনা, সব কিছুতেই একে অফরকে সাপোর্ট করেন সইফ আলি খান এবং সারা আলি খান। কিন্তু মাঝে মাঝে খোলাখুলি সমালোচনা সইফের একটু অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন হয়েছে বেশ কিছু দিন আগে টেলিভিশনের জনপ্রিয় টক শো কফি উইথ করণ-এ।

র‌্যাপিড ফায়ার রাউন্ডে সারাকে করণ জিজ্ঞাসা করেন, সইফের কোন ছবি সবচেয়ে খারাপ লাগে। সারার উত্তর ছিল, ফিল্ম কোনওটাই তেমন খারাপ লাগে না। তবে একটা গান আছে যা শুনলে অত্যন্ত খারাপ লাগে। ডাবল মিনিং ওয়ালা গানের কথা। সব মিলিয়ে গানটি জঘন্য লাগে সারার। গানটিকে ফালতু বলতেও দ্বিধা করেননি তিনি। পরে জানা গিয়েছে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবি গদ্দারের গান সেটি। ছবি মুখ্য ভূমিকায় ছিলেন মিঠুন, সোমি আলি এবং সইফ। র‌্যাট সং বললেও গানটিকে অত্যক্তি হবে না। গানের কথা এ রকম, মেরা চুহা কাটেগা, কাহা হ্যায় তেরি বিল্লি...। আপাতপক্ষে তেমন ভয়ানক কিছু মনে না হলেও গানের কথাটি ভালো মতো লক্ষ্য করলে এর ভেতরের অন্য মানেটি পরিষ্কার হয়।

সইফও স্বীকার করেন, সে সময় এমন বহু জাবল মিনিং যুক্ত গান সহজেই মুক্তি পেয়ে যেত। গানগুলি চলতও। ব্যাখ্যা শুনে সারা-র বিরক্তির সঙ্গে 'ইয়াক' বলে ওঠেন। ঘটনা দেখে রীতিমতো বিস্মিত হন করণ জোহরও।

 

Advertisement