Saina Nehwal Biopic: সাইনার বায়োপিকে দুরন্ত পরিনীতি, ছবি মুক্তি মার্চেই

সম্প্রতি মুক্তি পেল দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল-এর বায়োপিক সাইনা-র টিজার, যা নিয়ে নেটিজেনদের মধ্যে উৎসাহ দেখার মতো। ছবিটি এ বছরের মোস্ট অ্যাওয়েটেড ছবিগুলির মধ্যে একটি।

Advertisement
Saina Nehwal Biopic: সাইনার বায়োপিকে দুরন্ত পরিনীতি, ছবি মুক্তি মার্চেইসাইনার ভূমিকায় পরিনীতি চোপড়া
হাইলাইটস
  • ৩০ সেকেন্ডের টিজারের একদম শেষের দিকে পরিনীতিকে এক ঝলক দেখা যাচ্ছে।
  • টিজার শেষ হচ্ছে পরিনীতির একটি সংলাপ দিয়ে, 'সামনে কোই ভি হো, ম্যায় তো বস মার দুঙ্গি।'
  • ছবি মুক্তি পাচ্ছে ২৬ মার্চ। তবে মুক্তির আগেই ফ্যানদের প্রতিক্রিয়া নির্মাতাদের পক্ষে খুবই আশা ব্যঞ্জক।

সম্প্রতি দ্য গার্ল অন আ ট্রেন ছবির জন্য চর্চায় রয়েছেন পরিনীতি চোপড়া (Parineeti Chopra)। ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পরিনীতির অভিনয় প্রশংসা কুড়িয়েছে। যদি আপনি পরিনীতি চোপড়ার ফ্যান হন, সে ক্ষেত্রে আপনার জন্য আরও একটি সুখবর রয়েছে। সম্প্রতি মুক্তি পেল দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল-এর বায়োপিক (Saina Nehwal Biopic) সাইনা-র টিজার, যা নিয়ে নেটিজেনদের মধ্যে উৎসাহ দেখার মতো। ছবিটি এ বছরের মোস্ট অ্যাওয়েটেড ছবিগুলির মধ্যে একটি।

ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ টিজারটি শেয়ার করেছেন। যেখানে ছবি জুড়েই ব্যাডমিন্টন কোর্টের ভিজুয়াল্স রয়েছে। ৩০ সেকেন্ডের টিজারের একদম শেষের দিকে পরিনীতিকে এক ঝলক দেখা যাচ্ছে। টিজার শেষ হচ্ছে পরিনীতির একটি সংলাপ দিয়ে, 'সামনে কোই ভি হো, ম্যায় তো বস মার দুঙ্গি।' ছবি মুক্তি পাচ্ছে ২৬ মার্চ। তবে মুক্তির আগেই ফ্যানদের প্রতিক্রিয়া নির্মাতাদের পক্ষে খুবই আশা ব্যঞ্জক।
 

বহু ফ্যান এর মধ্যেই সিনেমাটিকে হিট ঘোষণা করছেন। কিছু নেটিজেনরা মন্তব্য করেন, পরিনীতির জায়গায় শ্রদ্ধা কাপুর-কে সাইনার ভূমিকায় বেশি মানাত। প্রসঙ্গত, এই ছবি প্রথমে শ্রদ্ধা কাপুরেরই করার কথা ছিল। সম্ভবত শুটিংও শুরু হয়েছিল। তবে কোনও কারণে তা বেশি দূর এগোয়নি। শ্রদ্ধার জায়গায় পরে কাস্ট করা হয় পরিনীতিকে। ছবি পরিচালনা করছেন অমল গুপ্তে। সাইনার কোচ পুল্লেলা গোপীচাঁদের ভূমিকায় অভিনয় করছএন মানব কৌল। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে।

 

POST A COMMENT
Advertisement